শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

শিশুর ক্রন্দন

আরোগ্য হোমিও হল / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৬:২২ পূর্বাহ্ন

শিশুর ক্রন্দন
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর ক্রন্দন : শিশু কাঁদিলেই তাহার কোন প্রকার অসু খবা অসুবিধা ঘটিয়াছে বুঝিতে হইবে। কি কারণে কাঁতিতেছে, তাহা নির্ণয় করা কর্ত্তব্য। কানে হাত দিয়া কাঁদিলে, কানের অসুখ, মুখের ভিতর অঙ্গুলি দিয়া কাঁদিলে, দাঁত উঠিবার কষ্ট, হাঁটু গুটাইয়া পেটের উপর রাখিলে, পেটে কামড়ানি, কর্কশ স্বরে কাঁদিলে, বাকযন্ত্রের অসুখ। কাসিতে কাসিতে কাঁদিলে, বক্ষ:স্থণে পীড়া, করণস্বরে কোঁকাইয়া কোঁকাইয়া কাঁদিলে ফুসফসের পীড়া। সময় সময় পিপড়ার কামড়ে ও শিশু হঠাৎ কাঁদিয়া উঠে।

উত্তপ্ত ও শুস্ক গাত্র এবং অত্যন্ত অস্থিরতা ও নিদ্রাহীনতা লক্ষণে – অ্যাকোন ৩X শক্তি, মাথা গরম, চক্ষু-মুখ লালবর্ণ, হঠাৎ চমকাইয়া উঠা লক্ষণে – বেলেডোনা 6 শক্তি, শিশুর খিটখিটে স্বভাব, অবিরত কান্না, কোলে উঠিয়া বেড়াইতে ইচ্ছা, পেট কামড়ানির জন্য হাঁটু গুটাইয়া থাকা এবং জ্বর থাকিলে – ক্যামোমিলা ৬ শক্তি (বিশষত: দাঁত উঠিবার সময় নানাপ্রকার অসুখ হইয়া শিশু অবিরত কাঁদিলে ইহা বিশেষ উপযোগী)। ক্যামোমিলা ব্যর্থ হইলে – রুবিনীয় ক্যাম্ফোর দুই এক ফোঁটা দেওয়া যাইতে পারে। স্নায়বিক উত্তেজনা হেতু অনিদ্রায় – কফিয়া ৬ শক্তি। কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার জন্য কাঁদিলে – নাক্স ভমিকা 3০ শক্তি। পেটে শূল বেদনায় শিশু কাঁদিয়া অস্থির হইলে – ম্যাগ্নেসিয়া ফস 6X (উষ্ণ জলসহ ) প্রযোজ্য। ক্রন্দন নিবারণার্থ আফিং ঘঠিত কোন রুপ ঔষধ সেবন করাইয়া ঘুম পাড়ান নিত্যান্ত অনুচিত।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev