শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিশুর কোষ্ঠকাঠিন্য

আরোগ্য হোমিও হল / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৬:৩২ পূর্বাহ্ন

শিশুর কোষ্ঠকাঠিন্য

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর কোষ্ঠকাঠিন্য : স্তন-দুগ্ধ পান না করিয়া গো-দুগ্ধ পান বা যকৃতের ক্রিয়াবৈলক্ষণ্য হেতু বা গর্ভাবস্থায় মাতার কোষ্ঠকাঠিন্য হেতু শিশুর কোষ্ঠকাঠিন্য হইতে পারে। ব্রাইয়োনিয়া 3 বা 30 শক্তি, অ্যালিউমিনা 6 শক্তি ইহার উৎকৃষ্ট ঔষধ। আহারের অব্যবহিত পরেই বমন হইলে ব্রাইয়োনিয়া সমধিক উপযোগী। ভুক্তদ্রব্যের কণাবিশিষ্ট শ্বেতবর্ণের কঠিন বেদ, কোষ্ঠকাঠিন্য জনিত শিশু দিন দিন দুর্ব্বল হইতে থাকিলে –  ক্যালকেরিয়া কার্ব্ব 6 শক্তি, কঠিন মল বহু কষ্টে অল্প পরিমাণে নির্গত হইলে এবং পেটে বায়ু সঞ্চয় হইয়া গড়গড় করিয়া ডাকিলে – লাইকোপডিয়াম 3০ শক্তি, পেট কামড়ানি ও পেট-ফাঁপা, মোটা, লম্বা ও কঠিন মল অতি কষ্টে নির্গত হওয়া লক্ষণে – নাক্স ভমিকা 3০ শক্তি। উদরাময়ের পরে অথবা জেলাপ লওয়ার পরে কোষ্ঠকাঠিন্য এবং সে কারণে গুটলে গুটলে মল নির্গত হইলে – ওপিয়াম 3০ শক্তি। কোষ্ঠকাঠিন্য প্রবণ ধাতুতে মধ্যে মধ্যে -সালফার 3০ শক্তি প্রযোজ্য। কোন ঔষধাদি প্রয়োগে উপকার না হইওে ও পেট ফাঁপা, মল মক্ত ও কালবর্ণ লক্ষণে – সপ্লাম্বাম 6 শক্তি, পাকাশয় যন্ত্রের গোলযোগ ও হিহ্বায় সাদ দাগ হইলে – অ্যান্টিম ক্রুড ৩০ শক্তি।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev