রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

শিশুর কৃমি

আরোগ্য হোমিও হল / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৮:৩০ পূর্বাহ্ন

শিশুর ক্রিমি

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর ক্রিমি : শিশুর কৃমিদোষ বড়ই কষ্টকর উপসর্গ। অবণাক্ত জলের পিচকারী গুহ্যদ্বারে প্রবেশ করাইয়া দিলে ছোট কৃসি প্রায়ই বাহির হইয়া যায়। কিন্ত কৃমি সমুলে বিনষ্ট হয় না। দাঁত কড়মড় করা, নিদ্রিত অবস্থায় হঠাৎ চমকাইয়া উঠা, নাসিকাগ্রভাগে ও গুহ্যদ্বারে চুলকান, পেট শক্ত ও গরম, শরীর শীর্ণ, মুখমণ্ডল পাণ্ডুবর্ণ, অতি ক্ষুধা, কখনও অরুচি, কখনও বা বমনেচ্ছা অবিরত মুখ দিয়া জল উঠা ইত্যাদি লক্ষণ বিদ্যমান থাকে।

চক্ষুতারা বিস্তৃত, নিদ্রিত অবস্থায় হঠাৎ চমকিয়া উঠা, মূর্চ্ছবেশ বমন বা বমনেচ্ছা, চুলকান মলদার চুলাকান, মলদ্বার সুড়সুড় করা, পেট খামচান ইত্যাদি লক্ষণে – সিনা 2X উপযোগী।

সকল প্রকার কৃমিরই ইহা একটি উপযোগী ঔষধ। ক্রিমি শূল, মুখমণ্ডল পীড়া ব্যঞ্জক, মল শুস্ক, শক্ত ও গ্রন্থিল বহু কষ্টে মল নির্গমন, অসম্পুর্ণ মলত্যাগ লক্ষণে-ষ্ট্যানাম 6-3০ শক্তি প্রযোজ্য।

ছোট কৃমির ভাল ঔষধ। মলদ্বার চুলকায় সমসহ ক্রিমি বাহরি হয়। মল শক্ত বা ভেড়ার মলবৎ লক্ষণে-স্পাইজিলিয়া 3 শক্তি উপকারী।

ফিতার ন্যায় লম্বা ক্রিমি ও কেঁচোর ন্যায় ক্রিমি থাকিলে- ফিলিক্স মাস Q, মার্ক কর 3X, কিউপ্রাম অ্যাসেটিকাম 3 শক্তি বা ষ্ট্যানাম 3 শক্তি বিচুর্ণ কার্যকারী।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev