মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন

শিশুর অঞ্জনী

আরোগ্য হোমিও হল / ২৯৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ন

শিশুর অঞ্জনী
গ্রন্থি-প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর অঞ্জনী : সকালে ঘুম থেকে উঠে দেখছেন চোখ ফুলে গেছে, লাল হয়ে আছে, চোকের নিচের পাতায় অথবা উপর পাতায় ফুসকুড়ির মতো কিছু একটা বের হয়েছে। প্রচণ্ড  ব্যথায় শিশু চোখ খুলতেই পারছেন না। এছাড়াও চোখ দিয়ে পানি পড়ে, অনেক সময় পুঁজও হয়ে যায়। এটিকে অঞ্জনি বলা হয়।

পলসেটিলা 3, হিপার সালফার 3 ও ষ্ট্যাফিসাইগ্রিয়া 3 ইহার উৎকৃষ্ট ঔষধ। কোন কোন ধাতুরোগ বিশিষ্ট শিশুর অঞ্জনী সহজে আরোগ্য হয় না তাদের পক্ষে সালফার ৩০ বা থুজা ৩০ উপকারী।

আরোগ্য হোমিও হল এডমিন :  এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev