বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

শিশুদের হুপকাশ-Whooping Cough

আরোগ্য হোমিও হল / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৪:২৪ পূর্বাহ্ন

শিশুদের হুপকাশ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

হুপকাস (Whooping Cough) ইহা শিশুদের এ প্রকার স্পর্শক্রমণ কাশি। এই কাসের আবেশকালে দীর্ঘ নি:শ্বাস আকর্ষণে “হুপ” শব্দ হয়। রোগ তিন-চারি সপ্তাহ হইতে ছয় মাস কাল পর্য্যন্ত স্থায়ী হইতে পারে। বহুকাল ভুগিলে শিশুর ক্ষয়কাস পর্য্যন্ত হইবার সম্ভবনা। অন্য কোন ঔষধ প্রয়োগের পূর্ব্বে কমিউলিউচিন -30 শক্তি দুই তিন দিন সকালে একবার করিয়া সেবন করান।

আরও পড়ুন –  এইচ আর – ০৬ (সব ধরণের কাশিতে কার্যকর)

সপ্তাহকাল এই ঔষধের ব্যবহাররে কিছু মাত্র উপকার না হইলে- মিফাইটিস 3x প্রতি দুই ঘন্টা পর সেবন করাইলে প্রায়াই সুফল পাওয়া যায়। আক্রমণ ঘন ঘন ও তৎসহ বমন, হলদে গয়ার নি:সরণ কষ্টকর কাশি, স্বরভঙ্গ, রাত্রিতে (বিশেষ: দ্বিপ্রহরের পর) রোগের বৃদ্ধি লক্ষণে- ড্রসেরা 3x সেবন করান। আক্ষেপ অধিক হইলে – কিউগ্রাম 6 শক্তি, ইপিকাক 6 শক্তি, ন্যাফথালিন 3x শক্তি, বেলেডোনা 6 শক্তি, ও হাইড্রোসিয়ানিক অ্যাসিড 3x বা অ্যান্টিম টার্ট 6 শক্তি, সময় সময় ব্যবহার করা যেতে পারে। সুচিকিৎসা না হওয়ায় হুপকাশ যদি নিউমোনিয়া, হাঁপানি, যক্ষ্মা প্রভৃতি রোগে পরিণত হতে পারে।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার। মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev