শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

শিশুদের পোড়া নারাঙ্গা

আরোগ্য হোমিও হল / ২৭৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫:৪০ অপরাহ্ন

শিশুদের পোড়া নারাঙ্গা

পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচায্য

শিশুদের পোড়া নারাঙ্গা : শিশু ভুমিষ্ঠ হইবার কয়েকদিন পর কখনও কখনও শিশুর বুক, পিঠ, কানের পশ্চাৎ ভাগ, হাত-পা, কুঁচকি প্রভৃতি স্থানে এক প্রাকার ফোস্কা দেখা যায় ইহার নাম “পোড়া নারাঙ্গা”। ইহার অভাম্ভরস্থ রস প্রথমে হলদে পরে লালচে হইয়া, হয় শুখাইয়া যায় নতুবা ফাটিয়া যায়। কখনও বা মামড়ি পড়ে।

লক্ষণ : প্রবল জ্বর,শীত, কাঁপুনি, বমি, মাথা যন্ত্রণা, প্রলাপ, উদরাময়, অবসন্নতা প্রভৃতি রোগের লক্ষণ প্রকাশ পায়,পরে চামড়ায় যন্ত্রণা হয়ে ফোস্কা বাহির হয়। শরীরে ফোস্কা হইলে যন্ত্রাণা কমে যায়।

চিকিৎসা : রাস টক্স 3 শক্তি ইহার প্রধান ঔষধ। রোগ পুরাতন আকার ধারণ করিলে – আর্সেনিক 3 শক্তি, উপদংশজাত ফোস্কায় – মার্ক কর 3 শক্তিতে উপকার হবে।

পথ্য : টক জাতীয় খাবার, তেল, ঘি, তেলে ভাজা খাবার খাওয়া ঠিক নহে।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev