মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

লিউকোম্যাক্স

আরোগ্য হোমিও হল / ৩৩৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৬:১০ পূর্বাহ্ন
লিউকোম্যাক্স

লিউকোম্যাক্স
Leucomax

ক্যাটাগরি : বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মকোপিয়া অনুযাায়ী প্রস্তুত।

উপাদান : বোরাক্স 2x ও অন্যান্য সহযোগী উপদানে প্রস্তুত।

কার্যকারিতা : সকল প্রকার শ্বেত প্রদর (লিউকোরিয়া), মুখের ক্ষত, বমনোদ্বেগ প্রভৃতি লক্ষণে বোরাক্স অত্যান্ত কার্যকর। লিউকোরিয়া বিশেষ করে মহিলাদের সাদা স্রাব বিংবা ডিমের লালার মত সাদা স্রাব , স্রাব আঠালো গরম চটচটে স্রাব প্রচুর পরিমানে নির্গত হয়। অনিয়মিত ঋতুস্রাবসহ বেদনা, যোনি পথে চুলকানি ও প্রদাহসহ বোরাক্স এর অন্যান্য লক্ষণে কার্যকর।

সেবন বিধি : ২ চা-চামচ ঔষধ সামান্য পানির সহিত মিশিয়ে দিনে ৩ বার সেবন করুণ। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া : বোরাক্স সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সর্তকতা : শীতল ও শুস্ক স্থনে, সুগন্ধ- ‍দুগন্ধ থেকে দুরে, শিশুদের নাগালে বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev