শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

র‌্যাক্স নং -১১৩ (গ্যাংগ্রীন)

আরোগ্য হোমিও হল / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৫:০১ পূর্বাহ্ন

র‌্যাক্স নং -১১৩ (গ্যাংগ্রীন)

RAX NO -113 গ্যাংগ্রীন (Ars alb Comp.)

ক্যাটাগিরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মকোপিয়া অনুযায়ী প্রস্তুত , ইন্ডিয়া।

র‌্যাক্স -১১৩ ঔষধের মিশ্রণ : Ars alb 30C. Acid Carb 30C. Acid Sulf 30C. Echinacea Ang 6C, Lachesis 30C. Secal Corr 30C.

র‌্যাক্স -১১৩ ঔষধের লক্ষণ : শরীরের যে কোন জায়গায় পুঁজ ফরমেশন হইতে গ্যাংগ্রীন এর প্রক্রিা শুরু হয়। গরম, বিষফোড়া, অলসারসহ বিরক্তিকর জখম, চামড়া কালো হওয়া, ভিতরে ব্যাথাসহ জ্বালাপোড়া, পোষ্ট অপারেশনাল ডিজওর্ভার, সচরাচর ডায়াবেটিক রোগীদের মধ্যে গ্যাংগ্রীন দেখা যায়। র‌্যাক্স -১১৩ এই সকল প্রকার গ্যাংগ্রীন আরোগ্য করতে সক্ষম।

র‌্যাক্স -১১৩ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তি ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা ঔষধ একঢোক পানির সাথে মিশিয়ে প্রতি চার ঘন্টা পর পর সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

র‌্যাক্স -১১৩ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স -১১৩ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

র‌্যাক্স -১১৩ ঔষধের সর্তকতা : সুগন্ধ-দুরগন্ধ থেকে দুরে,আলো বাতাস থেকে দুরে, শিতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev