শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:২২ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৯৮ (কাঁধের ব্যধা)

আরোগ্য হোমিও হল / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৫:৪৫ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯৮ (কাঁধের ব্যধা)

RAX NO – 98 (Sanguinaria Comp)

RAX NO – 98 ঔষধের মিশ্রণ : Sanguinaria 30c. Ferr met 30c. Mag phos 6c. Phus tox 30c. Ruta 6c. Spigelia 30c.

RAX NO – 98 কাঁধের ব্যধার লক্ষণ : কাঁধের জোড়ায় অথবা মাংসপেশীতে ব্যথা, বাহু সামনে এবং পিছনে স্থানান্তর করার সময় ব্যথা, ঘুমের সময় স্থান পরিবর্তন, ক্ষতের কারণে ব্যথা শারীরিক দূর্বলতা, ঠান্ডা, অতিরিক্ত ভারোত্তলন এবং মচকানো ব্যাথা। RAX NO – 98 সকাল প্রকার কাঁধের ব্যথায় উত্তম ঔষধ হিসাবে কাজ করে।

RAX NO – 98 ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 98 ঔষধ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পাপার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev