বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:০১ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৯৪ (পায়ের গোড়ালি ব্যথা) হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ

আরোগ্য হোমিও হল / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৬:৫৬ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৯৪ (পায়ের গোড়ালি ব্যথা)

RAX NO – 94 (Cyclamen Comp)

র‌্যাক্স নং- ৯৪ ঔষধের মিশ্রণ : Cyclame 30c. Berberis vulg 3D. Colchicum 30c. Mag phos 30c. Pulsatilla 30c. Silicea 30c.

প্রস্তুত প্রণালী : পাকিস্তানী কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।

পায়ের গোড়ালি ব্যথার লক্ষণ : শরীরের ইউরিক এসিড বেড় যওয়ার কারণে পায়ের গোড়ালীতে ব্যথা, রক্ত সঞ্চালনে বাধা হলে ব্যথা। শরীরে অতিরিক্ত মেদের কারণে গোড়ালীতে ওজন বেড়ে যায়, খাবারে অতিরিক্ত আমিষ, এডিডিক, তৈলাক্ত খাবার গ্রহন , গোড়াীতে ক্ষত ও জ্বালাকর ব্যথা বিশেষত ঘুম থেকে জেগে উঠলে মনে হয় গোড়ালীতে পেরেক ঠুকে দিয়েছে। ব্যাক্স নং ৯৪ পায়ের গোড়ালি ব্যথা উপশ্রমে জন্য উত্তম প্রতিষেধক।

বায়ো কম্বিনেশন ২৫

 

র‌্যাক্স নং- ৯৪ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আরও পড়ুন – অ্যাসিটানিলিডাম অ্যান্টিফেব্রিনাম ৩x-6x (দুর্বলতা, পায়ের গোড়ালি ফুলা)

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৯৪ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev