শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ৮৫ (হিষ্টিরিয়া) হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ

আরোগ্য হোমিও হল / ২৫৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:১৭ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৮৫ (হিষ্টিরিয়া)
RAX NO – 85 (Moschus Comp)

র‌্যাক্স নং- ৮৫ঔষধের মিশ্রণ : Moschus 30c. Asafoetida 30c. Cimicifuga 30c. Kali Phos 30c. Spongia 30c. Tarantula Hisp.

প্রস্তুত প্রণালী : পাকিস্তানী কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।

র‌্যাক্স নং- ৮৫ হিষ্টিরিয়া রোগের লক্ষণ : হিস্টিরিয়া সাধারণত মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। মানসিক সমস্যার কারনে, ভয়, কষ্ট মনস্থপ, রুদ্ধশাস গলা, ভীতু, আবেগ, ব্যর্থ ভালোবাসা, অনিয়মিত মাসিক, উত্তরাধিকারসুত্রে, হস্ত মৈথুন, অত্যাধিক যৌন সমস্যায় ভোগা, স্বামী স্ত্রীর মধ্যে অতৃপ্ত রতিক্রিয়া, শারীরিক এবং মানসিক এক্সারশন হিস্টিরিয়া সাধারণ কারণে ব্যবহার হয়ে থাকে। র‌্যাক্স নং ৮৫ হিস্টিরিয়া এবং ইহার পরবর্তী কার্য্য আরামের জন্য উত্তম প্রতিষেধক।

বায়ো কম্বিনেশন ২৫

 

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আরও পড়ুন – ম্যাগ্নেশিয়া মিউরিয়েটিকা-Magnesia Muriatica

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৮৫ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev