র্যাক্স নং- ৭৭ (পাকস্থলীর আলসার)
RAX NO – 77 (Kali Bich Comp)
র্যাক্স নং- ৭৭ ঔষধ মিশ্রণ : Kali Bich 30C. Arg Nit 30C. Bismuth 6C. Mag Carb 30C. Ratanhia 30C. Veratrum Alb 30C.
প্রস্তুত প্রণালী : পাকিস্থানী কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।
র্যাক্স নং- ৭৭ পাকস্থলী ও আলসারের লক্ষণ : পাকস্থলীর আলসার, এ্যাসিডিটি, বুকে জ্বালাপোড়া, বদহজম, গ্যাস, পেটের ব্যথা এবং খিঁচুনী, ডায়রিয়া এবং কোষ্ঠ কাঠিন্য। ক্ষুধামান্দ্য, খাওয়ার পরে পেটে এবং অন্ত্রে স্ফিতি, অম্ল, ঢেঁকুর তোলা, অরুচি এবং বমি, জিহ্বায় আবরণ এবং মুখে তিক্ত স্বাদ। র্যাক্স নং ৭৭ পাকস্থলীর আলসার সমস্যায় উত্তম প্রতিষেধক।
র্যাক্স নং- ৭৭ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্বপ্রতিক্রিয়া : র্যাক্স নং- ৭৭ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
র্যাক্স নং- ৭৭ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।