মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৭৬ (মহিলাদের সমস্যা) হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ

আরোগ্য হোমিও হল / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:৪৬ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৭৬ (মহিলাদের সমস্যা)

RAX NO – 76 (Aletrix Comp)

মিশ্রণ : Aletris 6C. Agnus Cast 6C. Calc Phos 6C. Cimicfuga 6C. Hydrastis 6C. Lilium Tig 6C.

প্রস্তুত প্রণালী : পাকিস্থানী কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ।

RAX NO – 76 ঔষধের লক্ষণ : মহিলাদের মধ্যে মানসিক, শারীরিক এবং স্নায়ুবিক দুর্বলতা, অবসাদ, ক্লান্তি, শ্বেতপ্রদর, অনিয়মিত মাসিক, জরায়ুর স্থানচ্যুতি, যৌনকর্মে অনিচ্ছা, মৈথুনের করণে ব্যথা, মুখে দাগ, ষ্টেইনস, ব্রণ, মুখে লোম এবং তামাটেভাব, অনুন্নত নিতম্ব, মানসিক চাপ, রাগান্মিত ভাব, ফ্যাকাসে মুখ এবং উদ্বেগ। র‌্যাক্স নং ৭৬ মহিলাদের সকল সমস্যায় অত্যান্ত প্রয়োজনীয় ঔষধ।

বায়ো কম্বিনেশন ২৫

 

RAX NO – 76 সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আরও পড়ু –  এইচ আর – ৫১ (মহিলাদের হরমোন নিয়ন্ত্রণে কার্যকর)

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 76 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া  দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev