র্যাক্স নং- ৭০ (মৃগী রোগ)
RAX NO – 70 (Absinthiium Comp)
র্যাক্স নং – ৭০ ঔষধের মিশ্রণ : Artemilia Vulg 1D. Absinthiium 3D. Bufo 30C. Cicuta Virosa 30C. Hydrocyanic Acid 30C. . Silicea 6C.
প্রস্তুত প্রণালী : পাকিস্থানী কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
র্যাক্স নং- ৭০ ঔষধের লক্ষণ : মৃগী রোগ, মাসকিউলার রোগী একগুয়েমী, সংকোচন, ধুকধকুনী ও টিটেনাস রোগের মতো অবস্থা সৃষ্টি হয়, মস্তিস্ক বিকৃতি এবং ঘূর্ণিরোগ, মুখ থেকে রিনসি নির্গমন, জিহ্বার মধ্যে বিভাজন, মুখ ফ্যাকাশে, রোগীর শরীর ঠাণ্ডা হওয়া, ঝাঁকুনী বা খিচনীর সহিত এবং পড়ে যায়, মৃগী রোগের সময় অনিচ্ছাকৃত মল ও মুত্র বের ত্যাগ করে। র্যাক্স নং – ৭০ মৃগী রোগের জন্য উত্তম প্রতিষেধক বলা হয়।
র্যাক্স নং- ৭০ সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্বপ্রতিক্রিয়া : র্যাক্স নং- ৭০ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।