শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬৭ (কৃমি)

আরোগ্য হোমিও হল / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৭:২০ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৬৭ (কৃমি)

RAX NO – 67 (Cina Comp)

র‌্যাক্স নং- ৬৭ মিশ্রণ : Cina 2C. Calc Cab 6C. Filix Mas 6C. Kali Mur 6C. Nat Phos 6C. Santoninum 2D.

র‌্যাক্স নং- ৬৭ কৃমির রোগের লক্ষণ : বিভিন্ন প্রকারের কৃমি আছে যেমন-বক্র কৃমি, গোলাকার কৃমি, ফিতা কৃমি, পিন কৃমি, সুতা কৃমি ইত্যাদি অন্ত্রে দেখা যায়। অন্ত্রের কার্যক্রমহীনতা, অজীর্নতা, কোন কোন সময় পানিবাহিত ডায়ারিয়া, মলদ্বারের চুলকানি, ফ্যাকাশে মুখ চোকের চারপাশে কালো দাগ, পাকস্থলীতে শুল বেদনা এবং ক্ষুধামন্দ্য, অন্ত্রে কৃমির কারণে শিশুদের বৃদ্ধি ধীরে হয়। র‌্যাক্স নং ৬৭ সকল প্রাকার কৃমি ধবংস করে।

র‌্যাক্স নং- ৬৭  সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ৬৭ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

 সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev