শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৩৬ (সাইনোসাইটিস)

আরোগ্য হোমিও হল / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬:২৬ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৩৬ (সাইনোসাইটিস)
RAX NO – 36 (Teucrium Comp)

র‌্যাক্স নং- ৩৬ মিশ্রণ : Teucrium 30C. Echinacea Ang 6C. Kali Bich 30C. Sambucus Nig 30C. Thuja OC 30C.

সাইনোসাইটিসের লক্ষণ : নাকের গ্লান্ডের মিউকাস মেমব্রেন এর প্রদাহের কারণে নাকের হাড়ের বৃদ্ধি ঘটে, যার কারণে নাক এবং নাকের আবের মধ্যে উৎপন্ন, হাঁচি, নাক বন্ধ হওয়া, রক্তের সাথে সজুজ অথবা হলুদ রং এর সাথে বিরক্তিকর ক্ষরণ, গন্ধহীনতা, উত্তেজনাকর। র‌্যাক্স নং ৩৬ নাকের পলিপ এবং সাইনোসাইটিস অপসারণ করে।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : জঅঢ ঘঙ – ৩৬ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev