শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

র‌্যাক্স নং- ৩৩ (এলার্জি)

আরোগ্য হোমিও হল / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৬:৫৬ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৩৩ (এলার্জি)
RAX NO – 33 (Urtica Comp)

র‌্যাক্স নং- ৩৩ মিশ্রণ : Urtica 30C. Apis Mell 30C. Nux Vomica 30C. Polon 30C. Pothos Foet 30C. Thuja 30C.

র‌্যাক্স নং- ৩৩ এলাজির লক্ষণ : এলার্জি আবহাওয়ার কারণে হয়ে থাকে। পরাগ এলার্জি, খাবার এলার্জি, চামড়ার পোষাক এলার্জি, ধূলি এলার্জি এবং কিছু ঔষধ থেকে এলার্জি, ফ্লু, কোরিজা এবং আর্টিকোরিয়া এলার্জির করনে হয়ে থাকে। চুলকানি এবং আর্টিকোরিয়া এলার্জিও করণে হামজ্বর হয়। র‌্যাক্স নং ৩৩ সকল প্রকার এলার্জির জন্য বিশেষ ভাবে তৈরী।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : জঅঢ ঘঙ – ৩৩ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev