শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৩১ (শ্বেতী রোগ)

আরোগ্য হোমিও হল / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:০১ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ৩১ (শ্বেতী রোগ)
RAX NO – 31 (Psoralea Cor Comp)

র‌্যাক্স নং- ৩১ মিশ্রণ : Psoralea Cor Q. Ars Sulph Fiav 6C. Azdirachta Q. Echinacea Ang 1D. Hydrootye Q. Thuja OC 6C.

শ্বেতী রোগের লক্ষণ : শ্বেতী অথবা ধ্ববল, চর্ম অনুজ্জল এবং অকুস্থলেই ইহার স্বাভাবিক রং নষ্ট করে। চামড়ার উপর সাদা এবং ইষৎ ধুসর দাগ হয়। র‌্যাক্স নং ৩১ শ্বেতী রোগের জন্য অতি উত্তম ঔষধ।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্ব প্রতিক্রিয়া : RAX NO – 31  সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev