র্যাক্স নং- ২৮ (চুল পড়া)
RAX NO – 28 (Jaborandi Comp)
ক্যাটাগরি : পাকিস্তানী হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ।
মিশ্রণ : Jaborandi 6C. Acid Flour 30C. Acid Phos 6C. Arnica 30C. Selenium 6C. Vinca Minor 1D.
চুল পড়ার লক্ষণ : চুল পাতলা এবং দুর্বল হয়ে পড়া, মস্তিস্ক দুর্বলতার করণে চুল পড়া, গোসলের সময় এবং চুল আঁচড়ানোর সময় চুল পড়া, সমস্ত মাথায় অথবা আংশিক রক্তল্পতা, অতিরিক্ত মেদ ক্ষরণের কারণে চুল দুর্বল এবং মাথার খুলিতে প্রদাহ। র্যাক্স ২৮ চুলকে মজবুত এবং স্বাস্থ্যকার করে।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 28 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।