শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

র‌্যাক্স নং- ২৬ (গলব্লাডারে পাথর)

আরোগ্য হোমিও হল / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:৪৭ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ২৬ (গলব্লাডারে পাথর)
RAX NO – 26 (Chlorofrmium Comp)

মিশ্রণ : Chlorofomium 6C. Berberis Bulg 3D. Cholestenum 6c. Dioscorea 30. Fel Tauri 6C. Traxicum Q.

গলব্লাডারে পাথরের লক্ষণ : অনিয়মিত পিত্তরস ক্ষরণ এবং সেখানে পাথর হওয়ার কারণে গলব্লাডারে প্রদাহ, পাকাশয়ের সমস্যা, ক্ষুধামান্দা, মুখে তিক্ত স্বাদ, গ্যাস কোষ্ঠকাঠিন্য, গলব্লাডারএবং সেলাইয়ে ব্যাথা।
র‌্যাক্স নং ২৬ প্রদাহ কমাতে এবং পাথর সরাতে সাহায্য করে।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 26 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev