শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

র‌্যাক্স নং- ১৭ (টিউমার)

আরোগ্য হোমিও হল / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১৭ (টিউমার)
RAX NO – 17 (Lapis Alb Comp)

মিশ্রণ : Lapis Alb 30C. Calc Filur 30C. Comnium 30C. Hydrastics 30C. Scrophularia 2D. Thuja OC 30C.

র‌্যাক্স নং- ১৭ (টিউমার) : টিউমার এবং পুঁজকোষ অভ্যন্তরীণ অথবা বহিরাগত, ব্যাথাযুক্ত অথবা ব্যাথামুক্ত, অথবা ব্যাথামুক্ত, স্তনের পুঁজকোষ, (Cyst) পুঁজকোষ এবং টিউমার, তপ্ত ক্ষয়রোগগ্রস্থ এবং ফোঁড়া। র‌্যাক্স নং ১৭ পুঁজকোষ এবং টিউমার এ জন্য উত্তম প্রতিষেধক।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং- ১৭ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev