বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১৪ (স্নায়ু দুর্বলতা)

আরোগ্য হোমিও হল / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৫:১৫ পূর্বাহ্ন

র‌্যাক্স নং- ১৪ (স্নায়ু দুর্বলতা)
RAX NO – 14 (Acid Phos Comp)

মিশ্রণ : Acid Phos 6C. Agnus Cast 6C, Avena Sativa Q. Hypiricum 6C. Lgnatia 6C. Kali Phos 6C.

র‌্যাক্স নং- ১৪ (স্নায়ু দুর্বলতা) : স্নায়ু দুর্বলতা, অবসাদ, বিশামহীনতা, সব সময় অপরিচ্ছন্ন, মানসিক ক্রোধ প্রবণতা এবং ক্লান্ত অনুভব করা, অনিদ্রা, স্নায়ু  ব্যাথা, ঘাড়ে ব্যাথা, বাহুতে, পিঠে এবং পায়ে ব্যাথা, জীবন রক্ষাকারী তরল পদার্থ ক্ষয়, যৌন অপব্যবহারের জন্য দুর্বলতা। র‌্যাক্স নং ১৪ স্নায়ু দুর্বলতা জন্য উপযুক্ত প্রতিষেধক।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 14 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev