র্যাক্স নং- ১০ (ডায়াবেটিস)
RAX NO – 10 (Syzygium Comp)
ক্যাটাগরি : পাকিস্তানী কম্বিনিশেন হোমিওপ্যাথিক ঔষধ।
মিশ্রণ : Syzygium Q. Acid Lact 6C. Gymnema Syi Q. Nat Sulph 6C. Acid Phos 6C. Uranium Nit 6C.
র্যাক্স নং- ১০ (ডায়াবেটিস) : অগ্নাময় গোলযোগের কারণে ডায়াবেটিস হয়, পরিউরিয়া, অতিরিক্ত পিপাসা, শুস্ক মুখ ও গলা, রক্তে ও প্রস্রাবে গ্লুকোজ বৃদ্ধি, দূর্বলতা, ঘাড়ে, বুকে, পিঠে, হাতে এবং পায়ে ব্যাথা, শারীরিক, মানসিক এবং যৌন দূর্বলতা, পায়ে প্রদাহ, শর্করাযুক্ত ফোঁড়া। র্যাক্স নং ১০ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এর শর্করা সীমিত রাখে।
সেবন বিধি : প্রাপ্ত বয়স্কারা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেবন অথবা রোজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 10 সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।
সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।