শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ১০৫ (প্রসাবের সংক্রমণ)

আরোগ্য হোমিও হল / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৪:৪৭ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ১০৫ (প্রসাবের সংক্রমণ)

RAX NO – 105 (Hamamelis Comp)

র‌্যাক্স নং-১০৫ ঔষধের মিশ্রণ : Hamamelis 30c. Acid benz 30c. Berberis 30c, Berberis 30c. Helonias 30c. Nat phos 30c. Terebinthina 30c.

র‌্যাক্স নং-১০৫ ঔষধের লক্ষণ : রক্ত মিশ্রিত প্রসাব এ্যালবুমিনু রিয়া অথবা পুঁজ এর সাথে কিডনীর প্রদাহ, জ্বালাপোড়াসহ প্রসাব, ফোঁটা ফোঁটা এবং বারবার প্রস্রাব, ডায়াবেটিস এর কারণে দুর্বল মুত্রথলি। সাদা, লাল হলুদ, পাতলা, আঁঠালো, রিনসি এবং বিরক্তিকর। র‌্যাক্স নং-১০৫ প্রসাবের সংক্রমণে কার্যকারী ঔষধ।

র‌্যাক্স নং-১০৫ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্ক ব্যাক্তিরা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ১৬ (বিছানায় প্রশাব করা)

র‌্যাক্স নং-১০৫ ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং – ১০৫ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ  করুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev