র্যাক্স নং-১০৩ (ক্রিয়োটিননের বৃদ্ধি)
RAX NO – 103 (Cuprum ars Comp)
RAX NO – 103 ঔষধের মিশ্রণ : Cuprum ars 30c. Kali chlor 30c. zingiber 30c.
RAX NO – 103 ঔষধের লক্ষণ : কিডনীর অকার্যকারিতার কারণে ক্রিয়োটিনন এর মাত্রা বৃদ্ধি করে। সুতরাং নষ্ট দ্রব্যাদি বাহির করিতে পারে না ফলে শরীর এবং কিডনী দুর্বল হয়ে পড়ে। RAX NO – 103 ঔষধের কিয়োটিনন এর মাত্রা কমাতে সাহায্য করে।
RAX NO – 103 ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।
RAX NO – 103 ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া : RAX NO – 103 সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখাযায়নি তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।