শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

র‌্যাক্স নং-১০২ (ইউরিয়া, ক্রিয়োটিপন এবং কোলেষ্টরলের বৃদ্ধি)

আরোগ্য হোমিও হল / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:১০ পূর্বাহ্ন

র‌্যাক্স নং-১০২ (ইউরিয়া, ক্রিয়োটিপন এবং কোলেষ্টরলের বৃদ্ধি)

RAX NO – 102 (Betula alb Comp)

র‌্যাক্স নং-১০২ ঔষধের মিশ্রণ : Betula aiba 2D. Aalserum 6c. Cuprum ars 30c. Urea 6c. Zingiber 30c.

র‌্যাক্স নং-১০২ ঔষধের লক্ষণ : রেইজ অব ইউরিয়া ক্রিয়েটিনন এবং কোলেষ্টরের RSR এর বৃদ্ধি মধ্যে উত্তোলন ইউরিক এসিড, লিপিড পেকোইল এবং ট্রাইগ্নিসারইড, হাটের ভারীবোধ শয়নের সময় ব্যথা উৎপন্ন, উচ্চ রক্ত চাপ এবং উচ্চ মাত্রার জ্বর কিডনীর কার্য্যক্রমে প্রভাবিত করে। র‌্যাক্স নং-১০২ ইউরিয়া ক্রিয়োটিনন এবং কোলষ্টেরল কমাতে সাহায্য করে।

র‌্যাক্স নং-১০২ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে।

বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছারা কোনও ঔষধ সেবন করবেন না। ঔষধ সেবনের আগে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুণ।

র‌্যাক্স নং-১০২ ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং-১০২ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া  দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev