শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ১০০ (পাইরিয়া)

আরোগ্য হোমিও হল / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:৩৪ পূর্বাহ্ন

র‌্যাক্স নং – ১০০ (পাইরিয়া)

RAX NO – 100 (Mrec sol Comp)

র‌্যাক্স নং – ১০০ ঔষধের মিশ্রণ : Merc sol 30c. Calc sulf 30c. Calendula 30c. Ferr phos 30c. Hamamelis 30c. Phosphorus 30c.

র‌্যাক্স নং – ১০০ ঔষধের  পাইরিয়া রোগেরলক্ষণ : দাঁতের মাড়ি লাল এবং হলুদ হয়ে থাকে। ক্ষুদ্রতম স্পর্শ অথবা দাঁত ব্রাস করার সময় মাড়িতে রক্ত নির্গত হওয়া। বিবক্তিকর শ্বাস ক্রিয়ার সাথে দাঁতের চারিদিকে শক্ত দুষিত। মাড়ি ফুলে যাওয়া, পুঁজ, বদহজমের কারণে মাড়ি দুর্বল হয়ে যাওয়া। র‌্যাক্স নং-১০০ পাইরিয়া চিকিৎসায় উত্তম প্রতিষেধক ঔষধ হিসাবে কাজ করে।

 

র‌্যাক্স নং – ১০০ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা ২০ ফোঁটা, শিশুরা ১০ ফোঁটা প্রতি চার ঘন্টা পর পর সমান্য পরিমান পানির সাথে মিশিয়ে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎকের পরামর্শে বেন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আরও পড়ুন –

র‌্যাক্স নং – ১০০ ঔষধের  পার্শ্বপ্রতিক্রিয়া : র‌্যাক্স নং – ১০০ সেবনে এখুন পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেখা দেয়নি। তার পরেও যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev