শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

শিশু মেনিনজাইটিস বা মস্তিস্ক-ঝিল্লীর প্রদাহ

আরোগ্য হোমিও হল / ২২৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৭:৩০ পূর্বাহ্ন

মেনিনজাইটিস বা মস্তিস্ক-ঝিল্লীর প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা :এম ভট্রাচার্য্য

এই রোগে প্রথমে ক্ষুধা থাকে না, মাথা ধরে ও বমন হয়, ক্ষীণ শ্বাস-প্রশ্বাস, অস্বাভাবিক ও ট্যারা দৃষ্টি, ক্রমে খেঁচুনি, তন্দ্রাভাব, দ্রুত নাড়ী, শরীরের তাপ বৃদ্ধি প্রভাতি উপস্থিত হইয়া দুই-তিন সপ্তাহ মধ্যে শিশুর মৃত্যু ঘটিতে পারে। এপিস মেল 3 শক্তি ইহার একিট উৎকৃষ্ট ঔষধ। বিশেষত: শিশু যদি নিদ্রাবস্থায় হঠাৎ বিকট চীৎকার করিয়া উঠে। আঘাত জনিত হইলে আর্ণিকা 3 শক্তি। বেশী প্রলাপাদি থাকিলে বেলেডোনা ৩ শক্তি।

 

মস্তকের পশ্চাতদ্ভাগে ও ঘাড়ে অত্যান্ত বেদনা থাকিলে-লেলিবো 3 শক্তি। ব্যাসিলিনাম 2০০ (একমাত্রা) ফসফরাস 6 শক্তি, জিঙ্কাম 6 শক্তি, ব্রাইয়োনিয়া 6 শক্তি, সালফার 3০ শক্তি, জেলসিমিয়াম 6x শক্তি, ষ্ট্র্যামোনিয়াম 3 শক্তি প্রভৃতি সময় সময় প্রয়োজ হতে পারে।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev