মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

ব্রায়োকল (ডিপেইন)

আরোগ্য হোমিও হল / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৬:৫৭ পূর্বাহ্ন
ব্রায়োকল

ব্রায়োকল

Broncol
ডিপেইন

ক্যাটাগরি – বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

বাতব্যাথা, সন্ধি ও পেশীর ব্যাথা এবং যে কোন ব্যাথার জন্য

ভুমিকা : ব্রায়োকল একটি বাণিজ্যিক নাম। এটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ড্রপস। যা শরীরের যে কোন ধরনের ব্যাথায় কার্যকর। এটি বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : Bryonia 2X. Ruus Tox 4X. Dalcamara 1X. Phytolacca 1X. Ganaphy liun poly 1X. Colocynthis 4X.

 

কার্যকারিতা : বাতের ব্যাথা, সন্ধি ও পেশীর ব্যাথা, কটির বেদনা, ঠান্ডা প্রভাবিত ব্যাথা, আঘাত জনিত ব্যাথা ইত্যাদি সমসয় কার্যকরী ঔষধ।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্ক ব্যাক্তিরা ১০ ফোঁটা থেকে ২০ ফোঁটা, অপ্রাপ্ত বয়স্করা ৫ থেকে ১০ ফোঁটা, শিশুরা ৩ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

সতর্কতা : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাইরে, শুস্ক স্থানে রাখুন।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev