বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

বেবি টোনিক আপ (Haslab baby tone syrup) দুর্বল,মানসিক স্বাস্থ্য এবং শারীরিক বৃদ্ধিতে কার্যকর

আরোগ্য হোমিও হল / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৭:২৮ পূর্বাহ্ন
হাসল্যাব বেবি টোনিক সিরাপ

হাসল্যাব বেবি টোনিক সিরাপ
Haslab baby tone syrup

হাসল্যাব বেবি টোট আপ সিরাপ সম্পর্কে ধারণা :

হাসল্যাব বেবি টোন আপ সিরাপ হল শিশু এবং শিশুদের জন্য সেরা হোমিওপ্যাথিক টনিক সিরাপ। এ সিরাপটি দুর্বল ও মানসিক স্বাস্থ্য এবং শারীরিক বৃদ্ধিও ক্ষেত্রে অত্যান্ত উপকারী।

কার্যকারীতা : মানসিক এবং শারীরিক বৃদ্ধিতে সহায়ক। রিটেটস, অস্টিওম্যালাসিয়া, মরাসমাস, অলস লিভার ফাংশন, ডায়ারিয়া, ভিটামিনের অভাব ও কৃমি, ক্ষুধা, হজম শক্তি বৃদ্ধি করে।

আরও পড়ুন – আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

ঔষধ মিশ্রন : আলফালফা 1x, অ্যাভেনা 1x, সিনকোনা 1x, হাইড্রাস্টিস 1x, এড্রোগ্রাফিস প্যানিকুলাটা 1x, সিনা ১ী, নাক্স ভমিকা 1x, চেলিডোনিয়াম 1x, ক্যামোমিলা 1x, কারিকা পেঁপে 1x ফেরাম মেট 1x, লেপ্টন্দ্র 1x, ক্যালি ফস 3x, ক্যালি ফস 3x, নেট্রাম ফস 3x, ম্যাগ ফস 3x, ফেরাম ফস 3x.

সেবন বিধি : শিশুরা পাঁচ বছরের নীচে ১/২  চা-চামচ দুধে মিশিয়ে দিনে দুইবা সেবন করতে হবে।

শিশুরা শিশুরা পাঁচ বছরের বেশি এক চা-চমচ ফলের রস বা পানিতে মিশিয়ে দুইবার সেবন করতে হবে।

সর্তকতা : শিশুদের নাগালের বাহিরে রাখন।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev