শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেনচুরিন – CENTURIN মস্তিষ্কের কর্মক্ষমতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে কার্যকরী জওয়ারিশ মুছ্তগী – Jowarish Mustagi প্রাকৃতিক হজমকারক ও বায়ুনাশক জওয়ারিশ কমূনী – Jowarish Kamuni অম্লাধিক্য, হিক্কা এবং বদহজম রোগে কার্যকরী হলার‍্যান্ট – HOLARANT দীর্ঘমেয়াদী আমাশয় ডায়রিয়া নিরাময়ে অত্যন্ত কার্যকর হান্টার –HANTAR ডায়রিয়া এবং পেপটিক আলসার নিরাময়ে কার্যকর ডিসনি – DYSNI আমাশয় ও ডায়রিয়া নিরাময়ে কার্যকরী হামদর্দ ও আর এস – Hamdard O R S খাওয়ার স্যালাইন জওয়ারিশ আমলা – JOWARISH AMLA পাকস্থলীর শক্তিবর্ধক এবং বায়ুনাশক জওয়ারিশ জালীনূস – Jowarish Jalinoos বায়ুনাশক, হজমকারক এবং লিভারের শক্তিবর্ধক  জওয়ারিশ বিসবাসা –Jowarish bisbasa পাকস্থলীর শক্তিবর্ধক ও হজমকারক

বৃদ্ধি- উপশ্রম (বায়োকেমিক রেপাটরী)

আরোগ্য হোমিও হল / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫:৪২ পূর্বাহ্ন

Modalities বৃদ্ধি – উপশ্রম (বায়োকেমিক রেপাটরী)

ডা: আবু হোসেন সরকার

বৃদ্ধি :

বৃদ্ধি ঋতু পরিবর্তনে – ক্যালকেরিয়া ফস।
বৃদ্ধি ঝড় বজ্রঘাতে – নেট্রাম ফস।
বৃদ্ধি পূর্ণিমাতে – সাইলিসিয়া।
বৃদ্ধি সন্ধ্যায় – কেলি ফস।
বৃদ্ধি বসা হইতে উঠিলে – কেলিফস।
বৃদ্ধি প্রাতে – নেট্রাম মিউর, নেট্রাম সালফ।
বৃদ্ধি গেলামালে – কেলিফস।
বৃদ্ধি সঞ্চালনে – কেলি মিউর, ফেরমা ফস, ক্যালকেলিয়া ফস।
বৃদ্ধি পরিশ্রমে – কেলিফস।
বৃদ্ধি ক্রামাগত পরিশ্রমে – কেলি ফস।
বৃদ্ধি রাত্রে – সাইলিসিয়া।
বৃদ্ধি জলে কাজ করিলে – ক্যালকেরিয়া সালফ, নেট্রাম সালফ।
বৃদ্ধি বিশ্রামে পর – কেলিফস।
বৃদ্ধি একা থাকিলে – কেলি সালফ, ক্যালকেরিয়া সালফ।
বৃদ্ধি ক্ষণে ক্ষণে – নেট্রাম মিউর, নেট্রাম সালফ।
বৃদ্ধি ব্যাথা ও চুলকানি ২টা হইতে বিকাল ৫টা- ক্যালকেরিয়া ফস।
বৃদ্ধি উন্মক্ত বাতাসে – সাইলিসিয়া।
বৃদ্ধি গরম ঘরে – কেলি সালফ।
বৃদ্ধি ভিজা আবহাওয়ায় – ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম সালফ।
বৃদ্ধি বিকালে – নেট্রাম ফস।
বৃদ্ধি জলে – নেট্রাম সালফ।
বৃদ্ধি স্পর্শে – ম্যাগনেসিয়া ফস।
বৃদ্ধি পদঘর্ম অবরুদ্ধ হইয়া- সাইলিসিয়া।
বৃদ্ধি সমুদ্র স্নানে – কেলি মিউর।
বৃদ্ধি সমুদ্র কুলে- নেট্রাম মিউর।
বৃদ্ধি কুনাইনে – নেট্রাম মিউর।
বৃদ্ধি ক্রামাত সঞ্চালনে – ক্যালকেরিয়া ফস।
বৃদ্ধি সঞ্চালনে – ফেরাম ফস, কেলি মিউর।
বৃদ্ধি সিলভার চাইট্রেুড ব্যাবহারে – নেট্রাম মিউর।
বৃদ্ধি ডান পাশে – ম্যাগনেসিয়া ফস।
বৃদ্ধি বাঁ পাশে – নেট্রাম সালফ।
বৃদ্ধি পোকা মাকড়ের দংশনে – নেট্রাম মিউর।
বৃদ্ধি ভিজিয়া গেলে – ক্যালকেরিয়া ফস।
বৃদ্ধি লবন দ্রব্য ভোজনে – নেট্রাম সালফ।
বৃদ্ধি গুরুপাক খাদ্য গ্রহণে – কেলি মিউর।
বৃদ্ধি ফল খাইলে – ক্যালকেরিয়া ফস।
বৃদ্ধি মাছ খাইলে – নেট্রাম সালফ।
বৃদ্ধি চুর্বিযুক্ত খাদ্য গ্রহণে – কেলি মিউর।
বৃদ্ধি পা ভিজিলে – সাইলিসিয়া।
বৃদ্ধি শীতল আবহাওয়ায় – কেলি মিউর, সাইলিসিয়া।
বৃদ্ধি শীতল বাতাসে – কেলি ফস, ম্যাগনেসিয়া ফস।
বৃদ্ধি শীতে – সাইলিসিয়া, ক্যালকেরিয়া ফস, ম্যাগনেসিয়া ফস।
বৃদ্ধি অনবরত পরিশ্রমের পর – কেলি ফস।

উপশ্রম :

উপশ্রম গরম ঘরে – কেলি সালফ।
উপশ্রম প্রাতঃকালে – নেট্রাম মিউর।
উপশ্রম স্যাঁত সেঁতে আবহাওয়ায় – ক্যালকেরিয়া ফ্লোর, নেট্রাম সালফ।
উপশ্রম সন্ধ্যার সময় – কেলি সালফ, নেট্রাম ফস।
উপশ্রম চুলকানি (২টা থেকে বিকাল ৫টা) – কেলি ফস।
উপশ্রম স্পর্শে – ম্যাগনেসিয়া ফস।
উপশ্রম পেষ্ট্রী জাতীয় খাদ্য খাইলে – কেলি মিউর।
উপশ্রম তৈলাক্ত খাদ্য দ্রব্য গ্রহণে – কেলি মিউর।
উপশ্রম বৈকালে – নেট্রাম মিউর, নেট্রাম ফস।
উপশ্রম শীতে – ফেরাম ফস, ক্যালকেরিয়া ফ্লোর।
উপশ্রম ঋতু পরিবর্তনে – নেট্রাম সালফ।
উপশ্রম দ্বিভাজ হইলে – ম্যাগনেসিয়া ফস।
উপশ্রম মনোমারিন্যে – ম্যাগনেসিয়া ফস।
উপশ্রম উত্তেজনায় – কেলি ফস।
উপশ্রম আহারে – কেলি ফস।
উপশ্রম লোকের সঙ্গে কথা বলিলে – কেলি ফস।
উপশ্রম মাথা ঢাকা রাখিলে – সাইলিসিয়া।
উপশ্রম খোলা শীতল বাতাসে – কেলি সালফ।
উপশ্রম গরম শুস্ক অবহাওয়ায় – নেট্রাম সালফ।
উপশ্রম গরম ঘরে – সাইলিসিয়া।
উপশ্রম বিষাক্ত জিনিস বেশী পরিমাণে ব্যবহারের পর – নেট্রাম মিউর।
উপশ্রম সন্ধ্যা হইতে রাত দুপুর পর্যন্ত জ¦র বাড়ে – কেলি সালফ।
উপশ্রম শুইয়া থাকিলে – ক্যালকেরিয়া ফস।
উপশ্রম শক্ত জিনিসের উপর শুইয়া থাকিলে – নেট্রাম মিউর।
উপশ্রম ভিজা উত্তাপে – সাইলিসিয়া।
উপশ্রম চাপে – ম্যাগনেসিয়া ফস।
উপশ্রম বর্ষণে – ক্যালকেরিয়া ফ্লোর।
উপশ্রম উত্তাপে – সাইলিসিয়া, ম্যাগনেসিয়া ফস।
উপশ্রম উষ্ণ সেঁকে – ক্যালকেরিয়া ফ্লোর।
উপশ্রম ধীরে ধীরে নড়াচড়া করিলে – কেলিফস।
উপশ্রম সিক্ত উত্তাপে – সাইলিসিয়া।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev