রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

বায়ো কম্বিনেশন ২১ (দাঁত উঠতে বিলম্বিত ও ডায়রিয়া)

আরোগ্য হোমিও হল / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন
বায়ো কম্বিনেশন ২১ (দাঁত উঠতে বিলম্বিত ও ডায়রিয়া)

বায়ো কম্বিনেশন ২১ (দাঁত উঠতে বিলম্বিত ও ডায়রিয়া)

Bio Combination 21 (delayed teething and diarrhoea)

আরোগ্য হোমিও হল এ সবাইকে স্বাগতম। আশা করছি, সবাই ভালো আছেন। আজ আমরা এখানে) আলোচনা করবো বায়ো কম্বিনেশন ২১ (দাঁত উঠতে বিলম্বিত ও ডায়রিয়া) হোমিওপ্যাথি ঔষধ কি তা নিয়ে আজকে জনবো, এটা সবার জানা জরুরী! তো আর কথা নয় – সরাসরি মূল আলোচনায়।

ক্যাটাগরি: বায়ো কম্বিনেশন হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেট।

বায়ো কম্বিনেশন ঔষধ পরিচিতি : Bc 21, Bio Comb 21, Bio Comb No 21 নামেও পরিচিত।

ব্যবহার : শিশুর মেজাজ খিটখিটে বাচ্চাদের ডায়রিয়ার মতো দাঁতের সমস্যা, ডেন্টিশন বিলম্বিত ইত্যাদিতে ব্যবহার করা হয়।

বায়ো কম্বিনেশন ২১ কম্পোজিশন :
(ক) ফেরাম ফসফরিকাম 3x (Ferrum phosphoricum 3x)।
(খ) ক্যালকেরিয়া ফসফোরিকা 3x (Calcarea phosphorica 3x)।

আরও পড়ুন – এইচ আর – ০৭ (ডায়রিয়া চিকিৎসায় কার্যকর)

বায়ো কম্বিনেশন ২১ ঔষধের ইঙ্গিত : শিশুর দেরী দাঁত উঠে, যে শিশু দাঁত বের হওয়ার সময় কান্নাকাটি করে, অনড়, প্রস্রাব করে, ক্ষুধা ও হজমের উন্নতি করে, এইভাবে শরীর গঠনে অত্যান্ত সাহায্য করে।

বায়ো কম্বিনেশন ২১ বায়োকেমিক ওষুধের ক্রিয়া :
(১) ফেরাম ফসফরিকাম 3x (Ferrum phosphoricum 3x) : জ্বরে শিশুদের দাঁত, ক্ষুধা বৃদ্ধি করে, মুখ ও মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। দাঁত ব্যথা করে, লাল, গরম, ফোলা মাড়ি। খাওয়ার পর দাঁতে ব্যথা করে।

আরও পড়ুন – শিশুর দাঁত উঠা

(২) ক্যালকেরিয়া ফসফোরিকা 3x (Calcarea phosphorica 3x) : নতুন টিস্যু গঠন করে, এটি রক্ত এবং হাড়ের বৃদ্ধির সাথে সম্পর্কিত থাকায় নতুন রক্তকণিকা সরবরাহ করে এবং ক্যালসিয়াম গঠন করে। দাঁত উঠার সময় মাড়িতে কালশিটে দাগ। মাড়ি ফ্যাকাশে হলে রক্তস্বল্পতার লক্ষণ হতে পারে। ক্ষয়প্রাপ্ত দাঁতের জন্য উপতারি। দাঁত তৈরি করতে সাহায্য করে। মুখে খারাপ স্বাদ বৃদ্ধি করে।

বায়ো কম্বিনেশন ২১ ঔষধ সেবন বিধি : প্রাপ্তবয়স্করা : প্রতি তিন ঘন্টা অথবা দিনে চারবার ৪ টি ট্যাবলেট, শিশুরা ১ থেকে ২ ট্যাবলেট দিনে ৪ বার কুসুম কুসুম গরম পানির সঙ্গে সেবন করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন – এইচ আর – ৭৫ (কার্বাঙ্কেল চিকিৎসায় কার্যকর)

চিকিৎসকের কিছু পরারর্শ : ওষুধ খাওয়ার সময় মুখের কোনো তীব্র গন্ধ যেমন কফি, পেঁয়াজ, শিং, পুদিনা, কর্পূর, রসুন ইত্যাদি এড়িয়ে চলুন। খাবার/পানীয়/অন্য কোনো ওষুধ এবং অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে অন্তত আধা ঘণ্টার ব্যবধান রাখুন।

সর্তবলী : বায়ো কম্বেনেশন হোমিওপ্যাথি বায়োকেমিক ঔষধগুলি সাধারণত লক্ষণে উপর ভিভি করে ব্যবহার করা হয়। মনে রাখবেন হোমিওপ্যাথিক সদৃশ্য বিধান একটি চিকিৎসা ব্যবস্থা, বেশি লক্ষণে সঙ্গে মিলিলে তবেই ব্যবহার যোগ্য। তা না হলে অবস্থার উপর নির্ভর করে ফলাফল পরিবর্তিত হতে পারে।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ, আলো-বাতাস থেকে দুরে, শিশুদের নাগালে বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন।এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev