শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

নিউসিড

আরোগ্য হোমিও হল / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৬:২২ পূর্বাহ্ন

নিউসিড
Newcid
নিউসিড
নিউসিড (চায়না)
মুখে সেব্য তরল হোমিওপ্যাথিক ঔষধ।

পরিচিতি : এর বৈজ্ঞানিক নাম সিনকোনা অফিসিনালিস। চায়না নামে সুরিচিত।

কার্যকারিতা : জ্বর, দুর্বলতা, মাথা ঘোরা, শারিরীক দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, অজীর্ণ, পেট ফাঁপা, রক্তস্বপ্লতা, এবং অন্যান্য লক্ষণে ইহা বিশেষ কার্যকার। ফ্যাকাশে চেহারা, যারা বেশ স্বাস্থ্যবান, সুঠাম ছিল, কিন্ত দেহরস ক্ষরণের ফলে দুর্বল ও ভগ্নস্বাস্থ্য হয়ে পড়েছে তাদের রক্তস্বপ্লতা, পাকস্থলীর পীড়া, যে কোন রক্তক্ষরণ, লিভারের গোলযোগ, মাথাঘোরা, শীর্ণতা, বিবর্ণতা ও দুর্বতাসহ বিভিন্ন রোগে নিউসিড বিশেষভাবে কার্যকর।

পরিচায়ক লক্ষণ : রোগীর মাথাঘোরাসহ মুখমণ্ডল ফ্যাকাসে, চোখ-মুখ বসে যাওয়া। কোন ভোঁ ভোঁ করে। গ্যাস জমে পেট ফুলা, পেটে গড়গড় শব্দ হয়, প্রচুর বায়ূ নি:স্বরণ হয়, তাতে দুর্গন্ধ থাকে। মল হলুদ জলের মত অভূক্ত খাদ্যাংশ যুক্ত ফেনা এবং পঁচা গন্ধযুক্ত, অসাড়ে বের হয় এবং তাতে পেটে ব্যথা থাকে না।

কার্যকরী উপদান : Quinidn, Quinine, Chinconine, Chincoidine.

পার্শ্ব প্রতিক্রিয়া : এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়াপরিলক্ষিত হয়নি।

ভেষজ বিরুদ্ধতা : এ পয্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি।

সেবনবিধি : শিশুদের জন্য ১ চা-চামুচ এবং প্রাপ্ত বয়স্কদের জন্য ২ চা-চামুচ করে আহারের পর ৩ বা ৪ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে।

সতর্কতা : আলো থেকে দুরে, শিশুদের নাগালের বাইরে, শীতল ও শুস্ক স্থানে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev