বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

নিউজাইম (Newxyme) গ্যাস্ট্রিক পীড়ায় কার্যকর

আরোগ্য হোমিও হল / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০৬ অপরাহ্ন

নিউজাইম
Newxyme (নাক্সভমিকা)
মুখে সেব্য তরল ঔষধ।

Botanical name : Strychnos nux-vomica

পরিচিতি : এটি কুচিলা বীজ হতে বিশেষ পদ্বতিতে প্রস্তুত করা হয়।

কার্যকারিতা : কৃশতা, গ্যাস্ট্রিক, অম্ল -অজীর্ণ, বদহজম, কোষ্ঠবদ্ধতা, দৈহিক, স্নায়বিক অবসন্নতা, পিত্ত বা রক্তপ্রধান ধাতুর অমিতচারী ব্যক্তি যাদের পাকাশয় ও উদর সংক্রান্ত পীড়া এবং কোষ্ঠকাঠিন্য রয়েছে তাহাদের জন্য অন্যান্য সংশ্লিষ্ট লক্ষণে কার্যকর।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

পরিচায়ক লক্ষণ : অম্ল  ও অজীর্ণ, মুখে অম্ল বা তিক্ত স্বাদ। গ্যাস, টক ঢেকুর , বমি ও বার বার মলত্যাগের ইচ্ছা কিন্ত মলের পরিমান অল্প সে কারণে কোষ্ঠকাঠিন্যতায় ভুগতে থাকে। আহারের ১ বা ২ ঘন্টা পর পেটে তীব্র ব্যথা হয় কিন্ত মলত্যাগের পর পেটের ব্যথা কমে যায়।

পার্শ্ব প্রতিক্রিয়া : এপর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

আরও পড়ুন – এন – ০৫ (গ্যাসট্রিক ও পাকস্থলীর ড্রপস)

ভেষজ বিরুদ্ধা : এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধার কোন তথ্য পাওয়া যায়নি।

সেবন বিধি : শিশুদের ২০ ফোটা থেকে আধা চা-চামুচ এবং প্রাপ্ত বয়স্কদের ১ থেকে ২ চা-চামুচ করে দিনে ২ বা ৩ বার সামান্য পানি সহ অথবা রেজিষ্টা হোমিপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

শতর্কতা : আলো থেকে দুরে , শিশুদের নাগালের বাইরে, শীতল ও শুস্কস্থানে রাখুন।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev