শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

নাসোলেক্স ড্রপস (নাকের সর্দি পলিপাস, সাইনোসাইটিস, রক্তধিক্যে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৭:০২ পূর্বাহ্ন
NaSolax Drops

Nasolax Drops (নাসোলেক্স  ড্রপস)

নাকের সর্দি পলিপাস, সাইনোসাইটিস, রক্তধিক্যে ব্যবহৃত

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক নাকে ব্যবাহরের ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা: লিমিটেড, লাহোর, পাকিস্তান।

আরও পড়ুন –

কার্যকরিতা : নাকে সর্দি, নাক বন্ধ হওয়া, নাসারদ্ধ্র, সাইনোসাইটিস, নাকে পলিপ মেক্সিলারী ও ফ্রন্টাল সাইনোসাইটিস এবং ইথমেয়েড হাঁড়ে প্রদাহ। নাসা প্রদাহ, মাথা ব্যথা, সর্দি ও নাকের পলিপাস ইত্যাদি নাসোলেক্স আরোগ্য করে।

ব্যবহার বিধি : প্রতিদিন নাকে ৩ থেকে ৪ ফোঁটা করে নাকে দিবেন।

বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ ব্যবহার করবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। প্রয়োজনে এন – ৪৯ খেতে পারেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : নাসোলেক্স ঔষধ ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

আরোগ্য হোমিও হল এডমিন : এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev