শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

নাক বুজিয়া যাওয়া বা সেঁটে ধরা

আরোগ্য হোমিও হল / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৭:০৫ পূর্বাহ্ন
শিশুর বুক সাঁই সাঁই করা

নাক বুজিয়া যাওয়া বা সেঁটে ধরা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

নাক বুজিয়া যাওয়া বা সেঁটে ধরা : সদ্দি শুখাইয়া গিয়া কখনও কখনও শিশুর নাসারক্ত রুদ্ধ হয়। নি:শ্বাস-প্রশ্বাসে কষ্ট, শিশু মায়ের দুগ্ধ টানতে কষ্ট হয় ও ঘুমের ব্যাঘাত, সাঁই সাঁই শব্দ, শ্লোম্মাস্রাব বা নাসিকা শুস্কবোধ প্রভৃতি লক্ষণে –ডালকামরা ৩ শক্তি, শ্যাম্বিউকাস ৩ শক্তি বা নাক্স ভমিকা ৬ শক্তি প্রযোজ্য। নাক বুজিয়া বুকে ঘড় ঘড় শব্দ হইলে- অ্যান্টিম টার্ট ৬ শক্তি প্রযোজ্য। তরল সর্দ্দি স্রাব হেতু নাক বুজিয়া গেলে – ক্যামোলিা ১২ প্রযোজ্য। সর্দ্দি স্রাব অত্যন্ত শুখাইয়া গেলে নাকের ভিতর গরম সরিষার তৈল প্রয়োগে শ্লেম্মা রসল হইতে পারে, তুলি দ্বারা ধীরে ধীরে মামড়ি বাহির করিয়া লইলে কষ্ট নিবারিত হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev