শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

থাইরয়েডিনাম ৩X (রক্তাল্পতা, দুর্বলতা, পেশী দুর্বলতায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ২৬৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৪:১৬ অপরাহ্ন
থাইরয়েডিনাম ৩X
থাইরয়েডিনাম ৩X

থাইরয়েডিনাম ৩X
Thyroidinum 3X

ইহা একটি নোসোডস ঔষধ । মেষের থাইরয়েডিনাম থেকে প্রস্তুত ।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক ঔষধ ইন্ডিয়া।

থাইরয়েডিনাম ৩X ঔষধ প্রস্তুত প্রণালী : সম্পন্ন জারমানী হোমিওপ্যাথিক ফার্মোকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

থাইরয়েডিনাম ৩X এর কার্যকারিতা : কর্মহীনতা, রক্তাল্পতা, দুর্বলতা, পেশী দুর্বলতা, মাথাব্যথা, ঘাম, মুখ ও অঙ্গ-প্রত্যঙ্গের স্নায়বিক কাঁপুনি, কাঁপুনি সংবেদন সৃষ্টি করে। কর্মহীনতার কারণে হৃদস্পন্দন, শ্রবণশক্তি কম। ত্বক শুষ্ক, হাত-পা ঠান্ডা ।

থাইরয়েডিনাম ৩X এর সাধারণ লক্ষণ : খুব সহজে ক্লান্ত হয়, দুর্বল নাড়ি, অজ্ঞান হরাবার প্রবণতা, বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা, নিম্ন রক্তচাপ, ঠাণ্ডা এবং ঠান্ডার প্রতি সংবেদনশীল। থাইরয়েড গ্রন্থির অপ্রতুলতা ক্ষমতা, কর্মহীনতার কারণে হতাশা।

আরও জানতে – দুর্বলতা, স্মৃতিশক্তি হ্রাস

থাইরয়েডিনাম ৩X এর গুরুত্বপূর্ণ নির্দেশিত লক্ষণ : হৃদপিণ্ডের অস্বাভাবিক দ্রুত ক্রিয়া , থাইরয়েড গ্রন্থি, গলগন্ড, মাইগ্রেন, স্তনের টিউমার, রাত্রিতে অসাড়ে মূত্রনিঃসরন প্রভৃতির উপরে কাজ করে । এছাড়ও বড় দুর্বলতা এবং ক্ষুধা, খায় তবুও মাংস হারায়। যক্ষ্মা রোগীর ক্ষেত্রে এই ঔষধটি খুবই বিপদজনক । দূর্বলতা থাকিলে এবং উচ্চ রক্তচাপ থাকিলে সতর্কতায় সহিত ব্যবহার করা উচিৎ ।

বায়ো কম্বিনেশন ২৫

 

থাইরয়েডিনাম ৩X ঔষধ সেবন বিধি : ট্যাবলেটগুলি মুখে রাখুন এবং তাদের জিহ্বার নীচে দ্রবীভূত করতে দিন। প্রাপ্তবয়স্করা ও কিশোর-কিশোরীরা (১২ বছর বা তার চেয়ে বেশি বয়সী) ২টি ট্যাবলেট, প্রতিদিন সাকাল- রাত (দুইবার) অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ। দীর্ঘস্থায়ী সমাধানের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই বার সেবন করতে হবে। লক্ষণগুলির উন্নতির সাথে সাথে ডোজ কম করুন। যদি ঔষধ সেবন করেও উপশম না হয় তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আরও জানতে – শরীরিক দুর্বলতা, রক্তশূন্যতা

থাইরয়েডিনাম ৩X ঔষধের এর পার্শ্বপ্রতিক্রিয়া : অ্যালোপ্যাথি অথবা আয়ুর্বেদিক বা অন্যান্য ঔষধ থাকলেও হোমিওপ্যাথিক ট্যাবলেটগুলি সেবন করা নিরাপদ। হোমিওপ্যাথিক ওষুধগুলি অন্যান্য ওষুধের ক্রিয়ায় হস্তক্ষেপ করে না। এটি নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

থাইরয়েডিনাম ৩X ঔষধের এর ঔষধের সতর্কতা : আপনি যখন ওষুধ খান তখন খাবারের ১৫ মিনিট আগে বা ১৫ মিনিটের পরে ঔষধ খাওয়া উত্তম।

বিষেশ দ্রষ্টব্য : গর্ভবতী বা বুকের দুধ বাচ্চা থাকলে ঔষধ খাওয়ার আগে হোমিওপ্যাথিক চিকিৎসককে পরামর্শে সেবন করুন। তবে যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বাধা নিষেধ : ওষুধ খাওয়ার সময় তামাক খাওয়া বা অ্যালকোহল পান করা ঠিক নয়।

থাইরয়েডিনাম ৩X ঔষধের ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev