শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

ডাইবোম্যাক্স

আরোগ্য হোমিও হল / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
ডাইবোম্যাক্স

ডাইবোম্যাক্স
Dibomax
Syzygium Jambo

ভেষজ উপদান : Syzygium Jambo ও অন্যান্য সহযোগী উপাদান।

কার্যকারিতা : নন-ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাস সিজিজিয়াম জাম্ব শর্করাযুক্ত বহুমুত্র (Diabetes Mellitus) রোগে অত্যান্ত কার্যকরী। এ ক্ষেত্রে ডায়াবেটিস মেলিটাসের লক্ষণগুলো অবশ্যই থাকতে হবে। প্রস্রাবে শর্করার পরিমাণ হ্রাস বা দুর করিতে, দূর্বলতা, শীর্ণতা, অথিক পরিমাণে বার বার প্রস্রাব ত্যাগ, প্রস্রাবে আপেক্ষিক-ঘনত্ব বৃদ্ধি, সহুমুত্রে কারণে শরীরের ক্ষত (Diabetes ulceration) প্রচণ্ড তৃষ্ণা, দুর্বলতা প্রভৃতিসহ সিজিজিয়াম এর অন্যান্য লক্ষণে কার্যকর। প্রস্রাবে শর্করার অংশ অধিক ও রোগী অত্যান্ত দুর্বল হইলে ইহা প্রত্যহ সেবনে আশানুরুপ ফল পাওয়া যায়।

সেবন বিধি : রক্তে শর্করা বা সুগারের ব্যপকাতা অনুসারে প্রতিদিন ২ থেকে ৩ বার করে ১০ থেকে ২০ ফোটা ঙ্গ কাপ পানিতে মিশিয়ে খাওয়ার ১/২ ঘন্টা পূর্বে বা পরে অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নির্দেশে সেবন করতে হবে।

সতর্কতা : আলো থেকে দুরে, ঠান্ডা ও শুস্ক স্থানে এবং শিশুদেও নাগালের বাহিরে রাখুন। সেবনের পূর্বে ঝাঁকিয়ে নিন।
শুধু -Non-Insulin dependant ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজ্য।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev