বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

জোনোসিয়া অশোকা (Jonesia Asoca Q) ঋতু সাব ও জরায়ু রোগে কার্যকর

আরোগ্য হোমিও হল / ৩০৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৭:৩৫ পূর্বাহ্ন
জোনেসিয়া অশোকা Q

জোনোসিয়া অশোকা (Jonesia Asoca Q)

ঋতু সাব ও জরায়ু রোগে কার্যকর

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক ঔষধ বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : জোনেসিয়া অশোকা ও অন্যান্য উপদানে প্রস্তুত করা হযেছে।

কার্যকাতিা : প্রাধানত ইহা ঋতু গোলযোগ ও জরায়ুর বিভিন্ন লক্ষণে উপর কাজ করিয়া থাকে। অনিয়মিত ঋতুস্রাব, নিয়মিত ঋতুস্রা ব না হওয়া, অতিরিক্ত বা কমস্রাব ভাঙ্গা, ঋতু শূল/ ব্যথা এবং জরায়ুর দুর্বলতা, রোগী জরায়ুভারী বোধ করে ও জরায়ুর বিভিন্ন লক্ষণে ইহা অত্যান্ত কার্যকরী। এছাড়াও ডিম্বাশয়ের বিভিন্ন লক্ষণেও ইহা কাজ করিয়া থাকে।

বায়ো কম্বিনেশন ২৫

ক্রিয়া স্থল : জরায়ু ও ডিম্বাশয়।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা ১ থেকে ২ চা-চামচ ঔষধ ১/২ কাপ পানিতে মিশিয়ে আহারের পূর্বে দিনে ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। খাবার পূর্বে ঔষধ ঝাঁকিয়ে সেবন করুন।

আরও পড়ুন – অনিয়মিত ঋতুস্রাবের কারণ ও করণীয়

পার্শ্বপ্রতিক্রিয়া : এই সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

সর্তকতা : সুগন্ধ দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে শিশুদের নাগলের বাহিরে রাখুন।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev