বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

জিনসিং Q

আরোগ্য হোমিও হল / ৬০২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:০৫ পূর্বাহ্ন

জিনসিং Q

Ginseng Q
মুখে সব্য তরণ ঔষধ
Botanical name : Panax Ginseng

ভুমিকা : জিংসিং একটি জেনেরিক নাম। এটি হোওপ্যাথিক টিংচার সিরাপ। যা যৌনশক্তি বর্ধক ও সংগম কালকে দীর্ঘ স্থায়ীর জন্য কার্যকর।

উপদান : Ginseng Root and other natural haerb.

বর্ননা : জিসসিং এ বিদ্যমান স্যাপোনিন, প্যানাক্স,  এসিড, প্রয়োজনীয় অয়েল, বিটা-সিটোসটেরল, লো-মোলিকুলার পেটাটাইড এবং মাল্টি অ্যামাইনো এসিড প্রাকৃতিক ভাবে শরীরের যৌন শক্তিকে বৃদ্ধি করে এবং সংগমকালকে স্থায়িত্ব করে।

কার্যকারিতা : যৌন শক্তি বর্ধক, সগমের সময় স্নায়চাপ স্বাভাবিক রেখে সংগমের সময়কে বৃদ্ধি করে। এছাড়ও  দুর্বলতা, ধাতুদৌর্বল্য, বিষন্নতা, সায়েটিকা, কটিবেদনা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এবং অন্যান্য লক্ষণে কার্যকর। দৈহিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে জিনসেং কার্যকরী ঔষধ। দৈহিক ক্লান্তি, মনোশক্তি দুর্বল হওয়া, কাজ কর্মে অনীহাভাব, উদ্যমহীনতা, দৃষ্টিশক্তির ক্রটি, মাথাব্যাথায় হইা ফলদায়ক ঔষধ।

পার্শ্ব প্রতিক্রিয়া : এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেষজ বিরুদ্ধতা : এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কদের জন্য ২ চা-চামুচ করে ঔষধ দুধ বা পনিসহ ২ থেকে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

সতর্কতা : আলো থেকে দুরে,  শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগালের বাইরে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev