বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

জিনসিং (Ginseng Q) যৌনশক্তি বর্ধক হোমিওপ্যাথিক সিরাপ

আরোগ্য হোমিও হল / ৭২২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৭:০৫ পূর্বাহ্ন

জিনসিং Q

Ginseng Q
মুখে সব্য তরণ ঔষধ
Botanical name : Panax Ginseng

ভুমিকা : জিংসিং একটি জেনেরিক নাম। এটি হোওপ্যাথিক টিংচার সিরাপ। যা যৌনশক্তি বর্ধক ও সংগম কালকে দীর্ঘ স্থায়ীর জন্য কার্যকর।

উপদান : Ginseng Root and other natural haerb.

বর্ননা : জিসসিং এ বিদ্যমান স্যাপোনিন, প্যানাক্স,  এসিড, প্রয়োজনীয় অয়েল, বিটা-সিটোসটেরল, লো-মোলিকুলার পেটাটাইড এবং মাল্টি অ্যামাইনো এসিড প্রাকৃতিক ভাবে শরীরের যৌন শক্তিকে বৃদ্ধি করে এবং সংগমকালকে স্থায়িত্ব করে।

বায়ো কম্বিনেশন ২৫

 

কার্যকারিতা : যৌন শক্তি বর্ধক, সগমের সময় স্নায়চাপ স্বাভাবিক রেখে সংগমের সময়কে বৃদ্ধি করে। এছাড়ও  দুর্বলতা, ধাতুদৌর্বল্য, বিষন্নতা, সায়েটিকা, কটিবেদনা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এবং অন্যান্য লক্ষণে কার্যকর। দৈহিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে জিনসেং কার্যকরী ঔষধ। দৈহিক ক্লান্তি, মনোশক্তি দুর্বল হওয়া, কাজ কর্মে অনীহাভাব, উদ্যমহীনতা, দৃষ্টিশক্তির ক্রটি, মাথাব্যাথায় হইা ফলদায়ক ঔষধ।

আরও পড়ুন – সেলিনিয়াম ৩x (ধাতুদৌর্বলতায় কার্যকরী)

পার্শ্ব প্রতিক্রিয়া : এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেষজ বিরুদ্ধতা : এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কদের জন্য ২ চা-চামুচ করে ঔষধ দুধ বা পনিসহ ২ থেকে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

সতর্কতা : আলো থেকে দুরে,  শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগালের বাইরে রাখুন।

2454

 

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev