শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

গ্যাসফ্রো সিরাপ (বদহজম, পেটফাঁপা ও পাকস্থলীর ব্যথায় কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

Gasfro Syrup (গ্যাসফ্রো সিরাপ)

(বদহজম, পেটফাঁপা ও পাকস্থলীর ব্যথায় কার্যকর)।

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেকিকা (প্রা: লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকারীতা : উদগমন, ঢেকুর, হিক্কা, বায়ু নিঃসরণ, ক্ষুধামন্দা, পেটে ব্যথা, পাকস্থলীর প্রদাহ, বমি বমি ভাব, মুখে থুতু উঠা, পাকস্থলীর গ্যাস সংক্রান্ত সমস্যায় গ্যাসফ্রো সিরাপ কার্যকরী। পেট জ্বালা, খাদ্য খাবারের পর পেট ভার বোধ সহ নানা সমস্যায় খুব গ্যাসফ্রো সিরাপ কার্যকর।

সেবন বিধি : ১ চা-চামচ ঔষধ প্রতিদিন সকাল-দুপুর-বৈকাল-রাতে (৪ বার) সেবন করতে হবে। কিছু উন্নতি হলে ২ থেকে ৩ বার সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। আরও ভালো ফলাফলের জন্য এন – ০৫ ঔষধ দেওয়া যেতে পারে।

পার্শ্বপ্রতিক্রিয়া : গ্যাসফ্রো সিরাপ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া  আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev