1. [email protected] : আরোগ্য হোমিও হল :
গাইনো কার্ড ট্যাবলেট (শ্বেত প্রদর ও মাসিকের সম্যাসায় টনিক) - আরোগ্য হোমিও হল
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিস

আরোগ্য হোমিও হলে আপনাকে স্বাগতম এখানে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়। মহিলাদের বন্ধাত্ব রোগীদের দুশ্চিন্তার দিন শেষ, চিকিৎসা ক্ষেত্রে ৯০% নিশ্চিয়তা দেওয়া হয়। যোগাযোগ আরোগ্য হোমিও হল, রাজশাহী ০১৭১৮-১৬৮৯৫৪ অথবা আরিয়ান হোমিও হল, বি, ও, এফ, গাজীপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর ০১৭১৯-৫৫০৫৬৮

গাইনো কার্ড ট্যাবলেট (শ্বেত প্রদর ও মাসিকের সম্যাসায় টনিক)

  • প্রকাশ করা হয়েছে মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে
গাইনো কার্ড ট্যাবলেট (শ্বেত প্রদর ও মাসিকের সম্যাসায় টনিক)
Content Protection by DMCA.com

Gyno Card Tablet (গাইনো কার্ড ট্যাবলেট)

শ্বেত প্রদর ও মাসিকের গোলযোগে মহিলাদের ট্যাবলেট

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।

কার্যকরিতা :গাইনো কার্ড ট্যাবলেট মহিলাদের জরায়ু সংক্রান্ত টনিক হিসাবে ব্যবহার হয়। মহিলাদের বিভিন্ন কারণে সাদাস্রাব হলে, জরায়ু বহিস্তর প্রদাহে শ্বেত প্রদর, কষ্টকর মাসিক রক্তস্রাব, রজরোধ যৌনাঙ্গে চুলকানিসহ মাসিক পূর্ব তলপেটে ব্যথা, মাসিক বন্ধ, কালো দলা দলা রক্ত অথবা নিয়মিত মাসিক না হওয়া (গর্ভছাড়া) জনিত সমস্যা, জরায়ুর প্রদাহে অত্যান্ত কার্যকর। অনিয়মিত জরায়ু রক্তস্রাব ব্যথাযুক্ত মাসিক ও গর্ভধারনে গাইনো কার্ড ট্যাবলেট যথেষ্ট সাহায্য করে।

সেবন বিধি :খাবার পরে ১টি করে ট্যাবলেট  প্রতিদিন ২ থেকে ৩ বার খাবেন। অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। প্রয়োজনে আরও ভালো রেজাল্টের জন্য এন – ২৮ ড্রপস সেঙ্গে দিতে পারেন পারেন।

এন - ২৮ (ঋতুস্রাব জনিত ড্রপস)

বিশেষ দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। প্রয়োজনে চযুঃড়ংষধস ঞধন খেতে পারেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : গাইনো কার্ড ল্যাবলেট ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো পোস্ট
©2022-2023 ArogyaHomeohall
Design & Development By FlameHoster