বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

কেন্ট ৬৩ (হাম জ্বরে কার্যকর) হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ

আরোগ্য হোমিও হল / ৩০১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন

কেন্ট ৬৩ (হাম জ্বরে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যথিক ঔষধ পকিস্তান।
প্রস্তুতপ্রণালী: কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
কেন্ট ৬৩ ঔষধের কার্যকারিতা : শরীরে জ্বালাপোড়া, চোখের পাতা লাল, চোখ ও নাকের প্রদাহ, কর্নিয়ার উপর আঠালো শ্লেষ্মা, ফোলা ও জ্বালাপোড়া।

কেন্ট ৬৩ ঔষধ মিশ্রণ :

1/ Aconite Nap (একোনাইট ন্যাপ) ডি ৩০

2/ Antim Tart (অ্যান্টি টার্ট) উ৩০

3/ Arsenic Alb আর্সেনিক এ্যাল্ব ডি ১০

4/ Euphrasla Officinais ইউফ্রেশিয়া অফিসিয়াল ডি ৩০

5/ Pulsatilla (পালসেটিলা) ডি ৬

6/ Sulphur (সালফার) ডি ২৮

7/ Stramonium স্ট্রামোনিয়াম ডি ৬

আরও পড়ুন – আর ৬২ (হাম নিয়ন্ত্রণ করে) হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ

কেন্ট ৬৩ ঔষধের লক্ষণ: হাম ও জ্বর কাশি। সর্দি এবং কনজেক্টিভাইটিস। তার সঙ্গে রোগীর সারা শরীরে ফুসকুড়ি। গলায় শ্লেষ্মায় ভরা, শ্বাস-প্রশ্বাসে কষ্ট । গলা ও ফুসফুসে জোরে বুদবুদ গর্জন সহ কাশি। শরীরের উপর পুস্টুলেস, রোগীর প্রচণ্ড অস্থিরতা, সারাক্ষণ বিছানায় থাকে। পানি পিপাসার সাথে শরীরে তাপ, প্রচন্ড ক্লান্তি ও উদ্বেগ। চোখ ও নাকের ক্যাটারহাল প্রদাহ। কাশি এবং কফের সাথে প্রচুর অ্যাক্রিড ল্যাক্রিমেশন। ঢাকনার ব্যথা করে, কর্নিয়াতে আঠালো শ্লেষ্মা জমে। চোখের পাতা লাল, ফুলাফুলা ভাব এবং জ্বলছে। শরীরে জ্বালাপোড়ার অনুভূতি। শরীরের বিভিন্ন স্থানে ফোঁড়া মতো । ত্বকের চুলকানি, ঘামাচি, ভাঁজে জ্বলন্ত ব্যথা,। আর্দ্র আবহাওয়ায় সন্ধ্যায় গরমের সাথে চুলকানি বৃদ্ধি পায়।

কেন্ট ০১ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

আরও পড়ুন – কেন্ট ৬৪ (জ্বর ও কাশিতে কার্যকর)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৬৮ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া  নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev