কেন্ট ৫৯ (গলগন্ড বা থাইরয়েডে কার্যকর)
ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্ততপ্রণালী : কেন্ট ফার্মাকোপিযা অনুযায়ী প্রস্তুত।
কেন্ট ৫৯ ঔষধের ব্যবহার : গলগন্ড বা থাইরয়েড চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
কেন্ট ৫৯ ঔষধের কার্যকারিতা : গলায় জ্বালাপোড়া, সামান্য পরিশ্রমের পরে ভারী অনুভব করে, শুষ্কতা, ক্লান্তি, পেশী এবং স্নায়বিক দুর্বলতা, স্থূল ব্যক্তি থাইরয়েড, অ্যাডেনাইটিস, সেলাই ইত্যাদিতে ব্যবহার হয়।
কেন্ট ৫৯ ঔষধের মিশ্রণ :
1/Acid sarolacethin (অ্যাসিড সরোলাসেথিন) D3
2/ Calcarea fluor (ক্যালকেরিয়া ফ্লুর) D6
3/ Calcarea carb (ক্যালকেরিয়া কার্ব) D8
4/ Colchicum (কোলচিকাম) D4
5/ Fucus ves (ফুকাস ভেস) D6
6/ Gallium aparine (গ্যালিয়াম এপারিন) D4
7/ Spongia (স্পঞ্জিয়া) D8
8/ Thyroidinum (থাইরয়েডিনাম) D1
কেন্ট ৫৯ ঔষধের লক্ষণ : থাইরয়েড বা গলগন্ড গ্রন্থির কর্মহীনতা। ক্লান্তি, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য ইদ্যাদি। গ্রন্থি ফুলে যাওয়া, স্মৃতিশক্তি হ্রাস, বিষণ্নতা, গ্যাস্ট্রিক, পাথুরে শক্ত গ্রন্থি। মেয়েদের স্তনে শক্ত গিঁট। বিষণ্নতা সঙ্গে ভিত্তিহীন ভযা ও ভাস্কুলার টিউমার। কব্জির পিছনে গ্যাংলিয়া, ফোলা ও ইনডুরেটেড বৃদ্ধি।
এছাড়াও গ্রন্থিগুলি ফোলা ও ব্যথা করে। পিটুইটারি গ্রন্থির কর্মহীনতা কমে যাওয়া। টনসিল ও সাবম্যাক্সিলারি গ্রন্থি ফুলে যায়। মাসিকের আগে স্তন কোমল থাকে কিন্ত ফুলে যায়। স্থূলতা অ-বিষাক্ত গলগন্ড, এক্সোপথালমিক গলগন্ড, স্থূল ব্যক্তিদের থাইরয়েড বৃদ্ধি। অ্যাডেনাইটিস, ক্লান্তি, সামান্য পরিশ্রমের পরে ভারী লাগে। শুষ্কতা, এবং গলায় জ্বালাপোড়া সহিত স্নায়বিক দুর্বলতা ইত্যাদিতে কার্যকরী।
কেন্ট ৫৯ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৫৯ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।