শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:০২ অপরাহ্ন

কেন্ট ৪৮ (রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে)

আরোগ্য হোমিও হল / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন

কেন্ট ৪৮ (ক্রনিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট ৪৮ ঔষধের ব্যবহার : স্টিমুলেশন অফ ডিফেন্সিভ সিস্টেমের চিকিৎসায় বা প্রতিরক্ষামূলক সিস্টেমের উদ্দীপনা রোগে ব্যবহার করা হয়।

কেন্ট ৪৮ ঔষধের কার্যকারিতা : প্রতিরক্ষামূলক সিস্টেমের উদ্দীপনায় কার্যকর

কেন্ট ৪৮ ঔষধ মিশ্রণ :

১/ ব্যাপটেসিয়া (Baptisia) D3

২/ ইচিনেসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া (Echinacea angus) D3

৩/ ইউপেটোরিয়াম পার্ফেলিয়েটাম (Eutrochium Purpureum) D6

৪/ ইনফ্লুয়েঞ্জিনাম (Influenzinum) D3

৫/ ল্যাকেসিস (Lachesis) D10

৬/ স্যাঙ্গুনেরিয়া নাইট্রিক (Sangunaria Nitric) D10

কেন্ট ৪৮ ঔষধের লক্ষণ : প্রতিরক্ষামূলক প্রক্রিয়া উদ্দীপিত, রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিশেষ করে দীর্ঘস্থায়ী রোগে অনির্দিষ্ট প্রতিরক্ষা সক্রিয়করণ ইদ্যাদি লক্ষণে কার্যকরী।


কেন্ট ৪৮ সেবন বিধি :১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৪৮ ঔষধ সেবনে কোন পাশর্^প্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev