শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

কেন্ট ৩৯ (চোখের জ্বালা রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

কেন্ট ৩৯ (চোখের জ্বালা রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট ৩৯ ঔষধের ব্যবহার : চোখের জ্বালা রোগে চিকিৎসায় ব্যবহার করা হয়।

কেন্ট ৩৯ ঔষধের কার্যকারিতা : চোখের ক্যাটারহাল চক্ষু, চালাজিয়ন, কনজেক্টিভাইটিস, এক্সোফথালমিয়া, চোখের ব্যথা, ইরাইটিস, ফটোফোবিয়া, লাল, ঘুমের অ্যালার্জির কারণে বেদনাদায়ক চোখ ইত্যাদিতে কার্যকরী।

কেন্ট ৩৯ ঔষধের কম্বিনেশন মিশ্রণ:

১/ এপিস মেল (Apis mel) 4D

২/ নেট্রাম মিউর (Natrium Muriaticum) 6D

৩/ রুস টক্সিকোডেনড্রন (Rhus toxicodendron) 12D

৪/হিপার সালফার (Hepar sulphar) 12D

৫/ স্পাইজেলিয়া (Spigelia) 6D

৬/ স্টাফিসাগ্রিয়া (Staphisagria 4D)

৭/ অ্যাকথিওপস মিনারেলস (Acthiops Minerales) 8D

কেন্ট ৩৯ ঔষধের লক্ষণ : ক্যাটারহাল চক্ষু, চোখের ব্যথা, চোখ লাল, ফটোফোবিয়া, চালাজিয়ন, এক্সফথালমিয়া। খষবধং ঘুমের অ্যালার্জি বা অতিরিক্ত ব্যবহার। কনজেক্টিভাইটিস, ইরাইটিস ইত্যাদি লক্ষণে ব্যবহার হয়।

কেন্ট ৩৯ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিত্সকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ৩৯ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev