শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

কেন্ট ২২ (প্রদাহে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৬:১২ পূর্বাহ্ন
কেন্ট ২২ (প্রদাহে কার্যকর)

কেন্ট ২২ (প্রদাহে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ।

প্রস্তুতকারী : পাকিস্তান।

প্রস্তুতপ্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট ২২ ঔষধের ব্যবহার : কেন্ট ২২ প্রদাহের জন্য ব্যবহার হয়ে থাকে।

কার্যকারিতা : গ্রন্থির প্রদাহ, দীর্ঘস্থায়ী স্থানীয় প্রদাহ, গলবিল প্রদাহ, মেনিনজাইটিস, ওটিটিস, গ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদিতে কার্যকরী।

কেন্ট ড্রপ ২২ কম্বিনেশন ঔষধের লক্ষণ :

১/ এপিস মেল (Apis mell) D3

2 / ব্যারাইটা মিউরিয়েটিকা (Bryta muriatica) D6

৩/ বেলেডোনা (Belladona) D4

৪/ ক্যালকেরিয়া আয়োডেটাম (Calcarea Iodatum) D4

৫/ ফেরাম ফস (Ferrum phos) D6

৬/ হিপার সালফার (Hepar sulph) D12

৭/ ক্যালি বাইক্রোম (Kali Bichrom) D3

৯/ (ল্যাকেসিস) Lachesis D8

১০/ ইচিনেসিয়ার আগষ্ট (Echinacea ang) O
১১/ এসিড এসেটিক (Acid ars) D6|

কেন্ট ২২ কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ :

কেন্ট ২২ প্রদাহ রোগের উৎকৃষ্ট ঔষধ। শরীরের বিভিন্ন স্থান একটু লাল হয়ে ফুলে ওঠে (ইনফ্লেমেশন)। এছাড়াও তীব্র এবং দীর্ঘস্থায়ী স্থানীয় প্রদাহ, গ্রন্থি ফুলে যাওয়া, গলবিলের লিম্ফ্যাটিক প্রদাহ, অ্যারিঞ্জাইটিস, মেনিনজাইটিস, ওটিটিস এবং গ্রন্থির প্রদাহ ইত্যাদি লক্ষণে ব্যবহার হয়ে থাকে।

কেন্ট ২২ ঔষধ সেবন বিধি :১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ২২ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev