শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

কেন্ট ১৪ (মেদবৃদ্ধি রোগে কার্যকর)

আরোগ্য হোমিও হল / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন

কেন্ট ১৪ (মেদবৃদ্ধি রোগে কার্যকর)

ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।

প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কেন্ট ১৪ ঔষধের ব্যবহার : স্থূলতা বা মেদবৃদ্ধি চিকিৎসায় ব্যবহার হয়।

কার্যকারিতা : দুর্বলতা, সাধারণ দুর্বলতা, স্নায়বিক ব্যাধি, স্নায়বিক ক্লান্তি, অবসাদ, অনিদ্রা, মৃদু প্রশমক, টেনশন ইত্যাদিতে কার্যকরী।

কেন্ট ১৪ ঔষধ মিশ্রণ বা প্রস্তুত

১/এভেনা স্যাটাইভা (Avena Sativa) O

২/ এসিড ফস (Acid Phos) D3

৩/ জিনসেং (Ginseng) O

৪/ ক্যালি ফস (Kali Phos) D6

৫/ জিঙ্কাম মেট (Zincum Met)

৬/ ভ্যালেরিয়ানা (Valeriana) D4

কেন্ট ১৪ ঔষধের কম্বিনেশন ঔষধের লক্ষণ :

ক/ দুর্বলতা

খ/ সাধারন দূর্বলতা

গ/ দুর্বলকারী অসুস্থতার পরবর্তী প্রভাব।

ঘ/ স্নায়বিক ব্যাধি এবং স্নায়বিক ক্লান্তি।

ঙ/ অনিদ্রা, বিষণ্নতা।

চ/ উত্তেজনা, ক্লান্তি, হালকা প্রশান্তিদায়ক।

কেন্ট ১৪ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।

এধরণে ঔষধ আরও জানতে এখানে ক্লিক করুণ – ফাইটোস্লিম ট্যাবলেট (মেদ ভূড়ি ও ওজন কামতে কার্যকরী)

বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

এধরণে ঔষধ আরও জানতে এখানে ক্লিক করুণ – এন – ৫৯ মেদ ভুড়ি ও ওজন কমাতে কার্যকরী

বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।

পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ১৪ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।

এধরণে ঔষধ আরও জানতে এখানে ক্লিক করুণ –ফাইটোলাক্কা বেরি ৩x

ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev