কেন্ট ০১ (হাঁপানি বা এ্যাজমা রোগে কার্যকর)
ক্যাটাগরি : কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ, পাকিস্তান।
প্রস্তুত প্রণালী : কেন্ট ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
কেন্ট ০১ ঔষধের ব্যবহার : এজমা বা হাঁপানি এবং হাঁপানির আক্রমণে হলে কেন্ট ০১ ঔষধ ব্যবহার করা হয়।
কেন্ট ০১ ঔষধের কার্যকারিতা : এজমা বা হাঁপানি, হাঁপানির আক্রমণ, শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল হাইপারঅ্যাকটিভিটি, ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস ইত্যাদি লক্ষণে কার্যকরী।
কেন্ট ০১ কম্বিনেশন ঔষধ প্রস্তুত বা মিশ্রণ :
১/ একোনাইটাম নেপেলাস(Aconitum Napellus) D4
২/ ব্রায়োনিয়া এল্বা (Bryonia Alba) D6
৩/ ব্ল্যাটা ওরিয়েন্টালিস (Blatta orientalis) D6
৪/ ইফেড্রা ভালগারিস (Ephedra Vulgaris) D3
৫/ গ্রিন্ডেলিয়া (Grindelia) O
৬/ ইপিকাক (Ipecacuanha) D3
৭/ লোবেলিয়া ইনফ (Lobelia inf) D4
৮/ ষ্ট্রামোনিয়াম ((Stramonium) D3
কেন্ট ০১ ঔষধের লক্ষণ :
ক/ এজমা বা হাঁপানি এবং হাঁপানির আক্রমণ।
খ/ তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস।
গ/ ব্রংকাইটিস (অ্যাস্থমাইটিক প্রকৃতি)।
গ/ শ্বাস নালীর ক্যাটারহাল স্নেহ।
ঘ/ কষ্টকর শ্বাসকষ্ট বা দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট
ঙ/ ব্রঙ্কিয়াল হাইপারঅ্যাকটিভিটি।
কেন্ট ০১ ঔষধ সেবন বিধি : ১৫ ফোঁটা ঔষধ একঢোক সমপরিমান পানির সাথে শিশিয়ে প্রতিদিন সকাল-দুপুর-রাত (৩ বার) সেবন করতে হবে। শিশুরা ৭/৮ ফোঁটা করে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুন। অবস্থা বুঝে চিকিৎসক তিন ঘন্টা পর পর দিতে পারেন।
বিশেষে দ্রষ্টব্য : চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না এতে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। ঔষধ সেবনে পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ। লক্ষণগুলি অব্যাহত থাকলে, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।
বিশেষ সর্তকর্তা : গর্ভবতী মহিলারা রেজিষ্টর্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন সম্পন্ন নিষেধ।
পার্শ্বপ্রতিক্রিয়া : কেন্ট ০১ ঔষধ সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।