শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

কার্ডুসিল

আরোগ্য হোমিও হল / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪৯ পূর্বাহ্ন
কার্ডুসিল

কার্ডুসিল
Cardocil

ক্যাটাগরি – বাংলাদেশ।

প্রস্তুত প্রণালী : হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

মুখে সেব্য তরল ঔষধ।

পরিচিত : ইহা একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ, কার্ডুসিল বাণিজ্যক নাম।

উপাদান : প্রতিমিলিতে আছে :

কার্ডুয়াস ম্যার Q                        ০.৫০ মিলি।

সেলিড ম্যা Q,                            ০১০ মিলি।

এন্ড্রোগ্রাফিস পি Q                     ০২৫ মিলি।

হাইড্রোস্টিস Q                           ০.০৫ মিলি।

পোডোফাইলাম পি Q                ০.০৫ মিলি।

ইপিকাক Q                                 ০.০৫ মিলি।

এসিড সাইট্রিকাম ১X                 ০.২৫ মিলি।

এবং অন্যান্য সহায়ক উপদান ( বাংলাদেশ হোমিওপ্যাথিক ফার্মাকোফিয়া অনুযায়ী প্রস্তুত।

কার্যকারিতা : লিভারের দুর্বলাতা ও ব্যাধিতে কার্যকার। যকৃত এর ফুলা ব্যথা, যকৃতের শিরা ও ধমনীর উপর এর প্রধান ক্রিয়া। জন্ডিস, শিরা স্ফীত ও তজ্জ্বনিত ক্ষতদিতেও প্রয়োগ করা হয়। লিভার এর পীড়ায় ও অকার্য্যকর অবস্থায় রোগীর দেহে কানিজমে ফুলে উঠে। সে ক্ষেত্রে কার্ডুসিল একটি উত্তম নিরাময়কারী ঔষধ। লিভারের সংশ্লিষ্ট অন্যান্য লক্ষলেও ইহা কার্যকর।

পার্শ্ব প্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া  পরিলক্ষিত হয়নি।

ভেষজ বিরুদ্ধতা : সঠিক মাত্রায় সেবনে এ পর্য্যন্ত ভেষজ বিরুদ্ধতার কোন তথ্য পাওয়া যায়নি।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্কদের ১ থেকে ২ চামুচ করে সামান্য পানিসহ, শিশু প্রাপ্ত বয়স্কদের অর্ধমাত্রা দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।

সতর্কতা : আলো থেকে দুরে, শিশুদের নাগালের বাইরে, শীতল ও শুস্কস্থানে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev